শনিবার ০৩ মে ২০২৫
সম্পূর্ণ খবর
Riya Patra | ১০ জুন ২০২৪ ১৯ : ১৩Riya Patra
বীরেন ভট্টাচার্য, নয়া দিল্লি: হরিয়ানা-পাঞ্জাব সীমানা সংলগ্ন খানাউরি গ্রামে গিয়ে বিক্ষোভরত কৃষকদের সঙ্গে দেখা করল তৃণমূলের সংসদীয় প্রতিনিধি দল। সোমবার সকালে দিল্লি থেকে খানাউরিতে গিয়ে কৃষকদের সঙ্গে দেখা করেন তৃণমূলের রাজ্যসভার দলনেতা ডেরেক ও ব্রায়েন, সাংসদ দোলা সেন, নাদিমূল হক, সাগরিকা ঘোষ, সাকেত গোখলে। কৃষকদের সামনে দলনেত্রী মমতা ব্যানার্জির সিঙ্গুরের জমি আন্দোলন এবং ২৬ দিন অনশন থেকে শুরু করে কৃষক ও ভূমিরক্ষার জন্য লড়াইয়ের কথা তুলে ধরেন তৃণমূল সাংসদরা। এরপরেই টেলিফোনে মমতা ব্যানার্জির সঙ্গে কথা বলেন কৃষকরা। তাঁদের দাবিদাওয়া এবং কৃষক পরিবারের সন্তানের গুলিবিদ্ধ হয়ে মৃত্যুর ঘটনা নিয়ে লোকসভা ও রাজ্যসভায় সরব হওয়ার প্রতিশ্রুতি দিয়েছে তৃণমূলের সংসদীয় প্রতিনিধি দল।
২০২৪ সালের ফেব্রুয়ারিতে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় কৃষক পরিবারের সন্তান শুভকরণ সিং এর। সেই ঘটনা নিয়ে এদিন সকালে কৃষকদের বিক্ষোভস্থল খানাউরি যান তৃণমূলের ৫ সাংসদ। কৃষকদের তাঁরা জানান, বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জির নির্দেশেই তাঁদের বিক্ষোভস্থলে আসা। তৃণমূলের তরফে মমতা ব্যানার্জির অতীতের বিভিন্ন লড়াই এবং সংগ্রামের কথা তুলে ধরা হয়। এই প্রথমবার নয়। এর আগে লখিমপুর খেরিতে বিজেপি নেতা অজয় মিশ্রের ছেলে আশিস মিশ্রের গাড়িতে চাপা পড়ে কৃষকদের মৃত্যুর ঘটনার পর সেখানে গিয়ে নিহত কৃষক পরিবারের পাশে দাঁড়িয়েছিল তৃণমূল। খানাউরি পৌঁছানোর পর, বিক্ষোভস্থলের তাঁবুতে তৃণমূল নেতাদের নিয়ে যান কৃষক নেতারা। সেখানে থাকা ট্রাক্টর এবং অন্যান্য সরঞ্জাম দেখানো হয় কৃষকদের তরফে। মোট ৬ জন কৃষক নেতা তৃণমূলের সংসদীয় দলের সঙ্গে কথা বলেন। এরপর মমতা ব্যানার্জির সঙ্গে ফোনে কথা বলেন কৃষক নেতা জগজিত সিং দাল্লেওয়াল।
তৃণমূল সাংসদরা তাঁদের পাশে থাকার জন্য মমতা ব্যানার্জিকে ধন্যবাদ জানিয়েছেন কৃষক নেতা দাল্লেওয়াল। তিনি টেলিফোনে মমতা ব্যানার্জিকে বলেন, "আমরা আপনার কাছে আমাদের দাবিপত্র পাঠানোর কথা ভাবছিলাম। আপনি দলের সাংসদদের পাঠিয়েছেন, তারজন্য আপনাকে অনেক ধন্যবাদ।" তিনি বলেন, "যেখানে আমাদের ঘরের ছেলে শহিদ হয়েছে সেই জায়গা আপনার দলের সাংসদের দেখিয়েছি। যে সমস্ত গাড়ি ভেঙে দেওয়া হয়েছিল, সেই জায়গাও দেখিয়েছি।" মমতা ব্যানার্জি পাল্টা কৃষক নেতাদের বলেন, "বিজেপি সরকার আপনাদের ওপর এত আক্রমণ চালানোর পরেও যেভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছেন, তারজন্য আপনাদের অনেক ধন্যবাদ এবং অভিনন্দন। আপনাদের অনেকজন শহিদ হয়েছেন, গাড়ি ভেঙে দেওয়া হয়েছে। আপনাদের সঙ্গে আমরা কাজ করতে চাই, একসঙ্গে লড়াই করতে চাই। আপনাদের যা দাবি আছে, আমাদের কাছে রাখুন। আমরা সরকারে আসিনি ঠিকই, তবে এই সরকার নড়বড়ে। আপনারা আন্দোলন চালিয়ে যান। প্রয়োজনে আমিও যাব আপনাদের সঙ্গে সাক্ষাৎ করতে।"
শুভকরণ সিং এর মৃত্যুর পর পদক্ষেপ সম্পর্কে জানতে জাতীয় মানবধিকার কমিশনে চিঠি লিখেছিলেন তৃণমূল সাংসদ সাকেত গোখলে। সেই বিষয়টি তৃণমূল সাংসদরা কৃষক নেতাদের জানান। কৃষকদের তরফে এমএসপি আইনি করার দাবির পাশাপাশি মনরেগা প্রসঙ্গও তোলা হয়। মনরেগা নিয়ে দেশজুড়ে সমস্যা রয়েছে, সেগুলিও তোলা হয় কৃষক নেতাদের তরফে।
নানান খবর

নানান খবর

পাকিস্তানের বিরুদ্ধে আরও এক কড়া পদক্ষেপ ভারতের, বন্ধ হল স্থল-আকাশপথে সব ডাক ও পার্সেল আদানপ্রদান

সাবধান! মে-র শুরুতে প্রবল দুর্যোগ, তছনছ করবে ঝড়-শিলাবৃষ্টি, মুহুর্মুহু বজ্রপাত, আবহাওয়ার বিরাট অ্যালার্ট

ভারতীয় সীমানায় ঢুকে শ্রীলঙ্কার জলদস্যুদের হামলা- লুটপাট, জখম ১৭ জন তামিল মৎসজীবী

কখন কাজল, কখনও বা সুইটি! ১২ রাজ্যে নাম বদলে বিয়ের নামে ঠগবাজি, পুলিশের জালে 'ডাকু দুলহান'

দিল্লি হাই কোর্টে রামদেবের বিরুদ্ধে নির্দেশ, ‘শরবত জিহাদ’ মন্তব্যে আদালতের ক্ষোভ

প্রথমে বিরোধীতা,সম্মানহানি, পরে জনগণের চাপে মান্যতা! বার বার অবস্থান বদলই বিজেপির প্যাটার্ন, বলছে কংগ্রেস

ভারতে প্রতি বছর ১ লক্ষেরও বেশি লোক আক্রান্ত হচ্ছেন কোলন ক্যান্সারে, এই রোগের প্রাথমিক লক্ষণ কী?

ভারতের একমাত্র এই ট্রেনেই মেলে তিন-বেলা বিনামূল্যে পেটভরা খাবার! জানেন কোন ট্রেন?

লাভ-জিহাদে অভিযুক্তদের নির্বীজকরণ করা হোক, বিতর্ক উস্কে দাবি মধ্যপ্রদেশের বিজেপি সাংসদের

রাজা, সম্রাট, ছত্রপতি, নবাব, বাদশাহ-র মধ্যে পার্থক্য কী? জেনে নিন

ভারত-পাক উত্তাপে জাফরানের রেকর্ড দাম বৃদ্ধি, এক কেজির দাম পাঁচ লক্ষ!

কাঁপছে ইসলামাবাদ, ভারতের হাত থেকে রক্ষায় এবার রাজস্থান সীমান্তে ঘুঁটি সাজাচ্ছে পাক বাহিনী

‘সকলকে বেছে বেছে জবাব দেওয়া হবে’, পহেলগাঁও কাণ্ডে মুখ খুললেন স্বরাষ্ট্রমন্ত্রী শাহ, কড়া হুঙ্কার

যদ্ধের আবহে ভারতীয় শিখ সেনাদের তাতাতে মরিয়া প্রয়াস খালিস্তানি পান্নুর, পাকিস্তানকে সহায়তার ঘোষণা