সংবাদসংস্থা মুম্বই: 'কলিযুগ' ছবির মাধ্যমে দর্শকমহলে বিপুল জনপ্রিয়তা পেয়েছিলেন অভিনেত্রী স্মাইলি সুরি। মোহিত সুরির পরিচালনায় ছবিতে অভিনয় করতে দেখা গিয়েছিল কুণাল খেমু, ইমরান হাশমি, অমৃতা সিং-এর মত অভিনেতাদের।
মুম্বই সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে স্মাইলি এই ছবিতে তাঁর আত্মপ্রকাশ প্রসঙ্গে জানান, প্রাথমিক পর্যায়ে ছবির নাম ছিল ‘ব্লু ফিল্ম’। সেই সময় মহেশ ভট্টের সহকারী হিসাবে কাজ করতেন অভিনেত্রী। স্মাইলির কথায়, "চিত্রনাট্য শুনে বলিউডের অনেক অভিনেত্রীই নাকচ করেছিলেন কাজটি করতে। আমার কাছে যখনই সুযোগটা আসে আমি হাতছাড়া করতে চাইনি। ছবিতে চরিত্রটার সময়সীমা কম থাকলেও আমার কাছে তখন এই সুযোগটাই আশীর্বাদ হয়ে এসেছিল।"
এই ছবিতে অভিনয় এবং ছবির জনপ্রিয় গান 'জিয়া ধড়ক ধড়ক'-এ অভিনেত্রীকে দেখে পছন্দ করেছিলেন দর্শক। তবে এরপর তাঁকে বহু বছর আর ছবির জগতে দেখা যায়নি। ওই সাক্ষাৎকারে, স্মাইলি বলেন, "বলিউডে আর ভাল কাজের সুযোগ পায়নি আমি। আবার সেরকম সুযোগ পেলে অবশ্যই কাজ করব।"
সম্প্রতি, জি ফাইভের আসন্ন ছবি 'হাউজ অফ লাইজ'-এ দেখা যাবে অভিনেত্রীকে।
