বৃহস্পতিবার ১২ সেপ্টেম্বর ২০২৪
সম্পূর্ণ খবর
Sumit | ০৪ জুন ২০২৪ ১৮ : ১২Sumit Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: মেদিনীপুরে জিতলেন জুন মালিয়া। প্রথম থেকেই মেদিনীপুরের মাটি কামড়ে ছিলেন তিনি। ফলও মিলল হাতে হাতে। তবে প্রবল প্রতিপক্ষ বিজেপির অগ্নিমিত্রা পল তাঁকে একসময় সমস্যায় ফেলে দিয়েছিলেন। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর অগ্নিমিত্রাকে হারিয়ে জয় ছিনিয়ে নিলেন তৃণমূলের এই সৈনিক। নির্বাচনের দিন মনের সুখে আইসক্রিম খেতে দেখা গিয়েছিল জুন মালিয়াকে। তখনই বোঝা গিয়েছিল তিনি নিজের জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী। ভোটের ফল ঘোষণার পরই এদিন চওড়া হাসি দেখা গেল জুন মালিয়ার মুখে। জয়ের পর তিনি বলেন, এই জয় মানুষের জয়। রাজ্যের বিভিন্ন প্রান্তে তৃণমূল সরকার যে উন্নতির ধারা বজায় রেখেছে এই জয় তার ফলেই সম্ভব হয়েছে। বিজেপি যেভাবে রাজ্যের উন্নয়নের বিরুদ্ধে কুৎসা ছড়িয়েছে তার বিরুদ্ধে রাজ্যবাসী জবাব দিয়েছে। মেদিনীপুরের উন্নতিতে তিনি আগামীদিনে আরও কাজ করবেন বলে জানান জুন মালিয়া।