আজকাল ওয়েবডেস্ক: অবরুদ্ধ গাজা ভূখণ্ড জুড়ে রাতভর হামলা চালিয়েছে ইজরায়েলি বাহিনী। এতে প্রায় ১০০ জন প্যালেস্টাইনি নিহত হয়েছেন। আহত হয়েছেন শতাধিক।
গাজা উপত্যকার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলের হামলায় ৯৫ জন নিহত ও আরও ৩৫০ জন আহত হয়েছেন। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়ে আছেন অনেকেই। কিন্তু উদ্ধারকারীরা তাঁদের কাছে পৌঁছতে পারছেন না।
প্যালেস্টাইনি মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, গত ৭ অক্টোবর থেকে চলা ইজরায়েলি হামলায় এ পর্যন্ত উপত্যকাটিতে প্রায় ৩৬ হাজার ৪০০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৮২ হাজারের বেশি ফিলিস্তিনি। নিহত-আহতদের মধ্যে বেশিরভাগই মহিলা ও শিশু।
এছাড়া ইজরায়েলি আগ্রাসনের কারণে প্রায় ২০ লাখেরও বেশি বাসিন্দা তাঁদের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছেন।
গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানিয়ে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব সত্ত্বেও ইজরায়েল অবরুদ্ধ এই ভূখণ্ডে তার নৃশংস আক্রমণ অব্যাহত রেখেছে।
গাজা উপত্যকার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলের হামলায় ৯৫ জন নিহত ও আরও ৩৫০ জন আহত হয়েছেন। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়ে আছেন অনেকেই। কিন্তু উদ্ধারকারীরা তাঁদের কাছে পৌঁছতে পারছেন না।
প্যালেস্টাইনি মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, গত ৭ অক্টোবর থেকে চলা ইজরায়েলি হামলায় এ পর্যন্ত উপত্যকাটিতে প্রায় ৩৬ হাজার ৪০০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৮২ হাজারের বেশি ফিলিস্তিনি। নিহত-আহতদের মধ্যে বেশিরভাগই মহিলা ও শিশু।
এছাড়া ইজরায়েলি আগ্রাসনের কারণে প্রায় ২০ লাখেরও বেশি বাসিন্দা তাঁদের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছেন।
গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানিয়ে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব সত্ত্বেও ইজরায়েল অবরুদ্ধ এই ভূখণ্ডে তার নৃশংস আক্রমণ অব্যাহত রেখেছে।
