আজকাল ওয়েবডেস্ক: জন্মদিন বর্ষীয়ান বিজেপি নেতা লালকৃষ্ণ আডবাণীর। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাঁর জন্মদিনের জন্য শুভেচ্ছা বার্তা জানিয়েছিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আডবাণীর সুস্বাস্থ্য এবং দীর্ঘ জীবন কামনা করে তিনি লেখেন, ‘তাঁর দুরদর্শী নেতৃত্ব জাতীয় রাজনীতিকে এগিয়ে নিয়ে গিয়েছে।‘ বুধাবার আডবাণীর জন্মদিনে তাঁর বাড়িতেও পৌঁছে যান মোদি। সঙ্গে ছিলেন অমিত শাহ এবং রাজনাথ সিং। নিজের সমাজমাধ্যমে বিশেষ কিছু মুহূর্ত শেয়ারও করেছেন প্রধানমন্ত্রী। আডবাণীর জন্মদিনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, ‘দলের সূচনা থেকে বিজেপির ক্ষমতায় আসা পর্যন্ত, আডবাণীজির অতুলনীয় অবদান প্রতিটি কর্মীর জন্য অনুপ্রেরণা।‘ সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভেচ্ছা জানিয়েছেন রাজনাথ সিংও।
