বলিউডের অ্যাকশন হিরো টাইগার শ্রফ। তিনি তাঁর ফিটনেস, নাচের দক্ষতা এবং শ্বাসরুদ্ধকর স্টান্টের জন্য পরিচিত। তিনি বলিউডে আসার পর থেকেই অভিনেতার নামের পিছনের আসল কাহিনি সবসময়ই অনুরাগীদের কৌতূহল জাগিয়েছে। তাঁর আসল নাম হল জয় হেমন্ত শ্রফ। কিং পুরো বিশ্ব তাঁকে টাইগার নামেই চেনে।
2
6
সম্প্রতি একটি পুরোনো সাক্ষাৎকারের সূত্রে উঠে এসেছে এই ডাকনামের জন্মকথা, যা তাঁর শৈশবের এক দুরন্ত এবং কিছুটা আগ্রাসী দিককে প্রকাশ করে। অভিনেতা তাঁর এই ডাকনামের পিছনের সত্যিটা জানাতে গিয়ে অকপটে স্বীকার করেছিলেন যে ছোটবেলায় তিনি ছিলেন ভীষণই দুষ্টু, চঞ্চল এবং একরোখা স্বভাবের। আর তাঁর এই দুরন্তপনার বহিঃপ্রকাশ ঘটত অদ্ভুত এক উপায়ে—অন্যান্য শিশুদের মতো খেলনা ভাঙা বা জিনিসপত্র ছোড়া নয়, বরং তিনি লোকজনকে, বিশেষত তাঁর খেলার সাথী এবং ঘনিষ্ঠদের, কামড়ে দিতেন!
3
6
টাইগার জানান, তাঁর এই কামড়ে দেওয়ার অভ্যাস এতটাই বেশি ছিল যে তাঁর বাবা-মা, বিশেষ করে বাবা কিংবদন্তি অভিনেতা জ্যাকি শ্রফ, মজা করে এবং এই স্বভাবের জন্য তাঁকে 'টাইগার' বলে ডাকা শুরু করেন। বাঘ যেমন আগ্রাসী এবং ক্ষিপ্র হয়, ছোটবেলার টাইগারও সেইরকম দুরন্ত স্বভাবের ছিলেন। সেই থেকেই 'টাইগার' নামটি তাঁর জীবনে স্থায়ী হয়ে যায়।
4
6
জ্যাকি শ্রফ তাঁর ছেলেকে মজা করে টাইগার বলে ডাকতেন, এবং সময়ের সঙ্গে সঙ্গে এই নামটিই তাঁর পরিচিতি হয়ে ওঠে। এটি শুধু একটি ডাকনাম ছিল না, বরং তাঁর চরিত্রের সেই সময়কার একটি প্রতিচ্ছবি ছিল।
5
6
যদিও অভিনেতা হিসাবে নিজের আসল নাম জয় হেমন্ত শ্রফ-এর মাধ্যমে যাত্রা শুরু করার কথা তাঁর ভাবনায় ছিল। কিন্তু শৈশবের এই ডাকনামটিই তাঁকে দর্শকদের কাছে পরিচিত করে তোলে।
6
6
আজকের টাইগার শ্রফ তাঁর নামের সার্থকতা প্রমাণ করেছেন তাঁর পর্দায় ফুটিয়ে তোলা চরিত্রে। তিনি যখন অ্যাকশন দৃশ্যে স্টান্ট করেন তখন যেন তাঁর নামের সেই 'টাইগার' সত্তাটিই প্রকাশ পায়। শৈশবের কামড়ে দেওয়ার সেই দুষ্টু অভ্যাস থেকে জন্ম নেওয়া এই নামটি তাকে বলিউডের অন্যতম অ্যাকশন হিরো হিসেবে প্রতিষ্ঠা করতে সাহায্য করেছে।