২১ সেপ্টেম্বর রবিবার সূর্যগ্রহণ। তথ্য, এটি চলতি বছরের দ্বিতীয় এবং শেষ সূর্যগ্রহণ। জানা গিয়েছে আজ অমাবস্যায় মূলত আংশিক সূর্যগ্রহণ হবে।
2
7
তথ্য, গ্রহণ শুরু হবে ২১ সেপ্টেম্বর রাত ১০টা ৫৯ মিনিটে এবং শেষ হবে ২২ সেপ্টেম্বর সোমবার ভোর ৩টে ২৩ মিনিটে। মোট প্রায় সাড়ে ৪ ঘণ্টা ধরে চলবে এই সূর্যগ্রহণ।
3
7
স্বাভাবিকভাবেই ওই সময়কালে কী করা যায়, কী করা যায় না তা নিয়ে হাজার প্রশ্ন। একইসঙ্গে প্রশ্ন ঘুরছিল,সূর্যগ্রহণ কি দেখা যাবে ভারতে? তথ্য, এটি ভারতে দৃশ্যমান হবে না।
4
7
জানা গিয়েছে, বছরের শেষ সূর্যগ্রহণ মূলত দৃশ্যমান হবে দক্ষিণ গোলার্ধে। নিউজিল্যান্ড এবং অ্যান্টার্কটিকার কিছু অংশে সূর্যের ডিস্কের প্রায় ৮৫.৫% পর্যন্ত সর্বাধিক অস্পষ্টতা দেখা যাবে। অস্ট্রেলিয়া, অ্যান্টার্কটিকা, প্রশান্ত মহাসাগর এবং আটলান্টিক মহাসাগরের কিছু অংশের পর্যবেক্ষকরাও তা দেখতে পাবেন।
5
7
নিউজিল্যান্ড- সবচেয়ে ভাল দৃশ্যমানতা থাকবে সেখানকার বেশিরভাগ জায়গায়। দক্ষিণ দ্বীপে ৮৫% পর্যন্ত অস্পষ্টতা থাকবে গ্রহণের সময়ে। পূর্ব অস্ট্রেলিয়া- কুইন্সল্যান্ডের একটি সংকীর্ণ উপকূলীয় অঞ্চলে সীমাবদ্ধ, তবে ওই অঞ্চলের মানুষ এটি দেখতে পাবেন।
6
7
দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জ- ফিজি, টোঙ্গা এবং সামোয়া সকালে ৫০-৭০% অস্পষ্টতা অনুভব করতে পারবে।
7
7
দক্ষিণ আমেরিকা- দক্ষিণ চিলি এবং আর্জেন্টিনায় সর্বনিম্ন দৃশ্যমানতা (১০% এর কম) লক্ষণীয় হবে।