আজকাল ওয়েবডেস্ক: ২০১৬ সালের এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় শুনানি চলছে সুপ্রিম কোর্টে। আর শুনানিতেই কমিশন জানাল, প্রায় ১৯,০০০ বৈধ নিয়োগ হয়েছে। এই বয়ান অনুযায়ী অবৈধ নিয়োগ হয়েছে প্রায় সাত হাজারের কাছাকাছি। তবে এই বয়ানের ভিত্তিতে এখনও কিছু জানায়নি শীর্ষ আদালত। আরও সওয়াল জবাব চলবে এই মামলায়। মঙ্গলবার শুনানির শুরু থেকেই সুপ্রিম কোর্ট জানতে চায় কীভাবে যোগ্য এবং অযোগ্য প্রার্থীদের আলাদা করতে পারে এসএসসি। কমিশন জানায়, "সিবিআইয়ের তথ্যের উপর ভরসা করা গেলে যোগ্য এবং অযোগ্যদের তালিকা আলাদা করা সম্ভব। আমাদের সার্ভার থেকে যে সব ওএমআর ডাটা মিলছে না সেগুলিও আলাদা করতে পারব।’
পাশাপশি, এদিন আদালতের তরফে রাজ্যের কাছে জানতে চাওয়া হয় সুপারনিউমেরিক পদ তৈরি করার কারণ। রাজ্যের আইনজীবী জানান, সুপারনিউমেরিক পদ বেআইনি নিয়োগ ঢাকতে তৈরি করা হয়নি। চাকরি বাতিলের ফলে ওয়েটিং লিস্ট থেকে নিয়োগ করার জন্য সুপারনিউমেরিক পোস্ট তৈরি করা যেতে পারে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তার জন্য ৬৮৬১ পদ তৈরি করা হয়। আদালতকে বোকা বানানোর কোনো অভিপ্রায় ছিল না কমিশনের।
পাশাপশি, এদিন আদালতের তরফে রাজ্যের কাছে জানতে চাওয়া হয় সুপারনিউমেরিক পদ তৈরি করার কারণ। রাজ্যের আইনজীবী জানান, সুপারনিউমেরিক পদ বেআইনি নিয়োগ ঢাকতে তৈরি করা হয়নি। চাকরি বাতিলের ফলে ওয়েটিং লিস্ট থেকে নিয়োগ করার জন্য সুপারনিউমেরিক পোস্ট তৈরি করা যেতে পারে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তার জন্য ৬৮৬১ পদ তৈরি করা হয়। আদালতকে বোকা বানানোর কোনো অভিপ্রায় ছিল না কমিশনের।
