কিছুদিন আগেই শেষ হয়েছে স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘রামপ্রসাদ’। বৃহস্পতিবার প্রকাশিত হয়েছে মাধ্যমিকের ফলাফল। তবে নিজের ফলাফলে খুশি নন রামপ্রসাদের ‘সর্বাণী’ সুস্মিলি আচার্য।
শুটিংয়ের মাঝেই পড়াশোনা চালিয়ে গিয়েছেন সুস্মিলি। তবে এতটা পরিশ্রম করেও মনের মত ফলাফল হল না তাঁর। মাধ্যমিকে ৫০ শতাংশ নম্বর পেয়েছেন এই অভিনেত্রী। এই নম্বরে একেবারেই খুশি নন সুস্মিলি। কারণ, তিনি আশা করেছিলেন আরও বেশি। জি বাংলায় ‘সৌদামিনীর সংসার’ ধারাবাহিকে অভিনয় করার পর পড়াশোনার জন্য কিছুদিনের বিরতি নিয়েছিলেন তিনি।
এরপর ‘করুণাময়ী রানী রাসমণি’ এবং কিছুদিন আগে দর্শকেরা সুস্মিলিকে দেখেছেন ‘রামপ্রসাদ’-এ। তবে পরপর ধারাবাহিকে কাজ করেন না তিনি। তার কারণ পড়াশোনা। শুটিংয়ের মাঝে সময় পেলেই বই নিয়ে বসে পড়তেন সুস্মিলি। তবে তারপরেও এরকম ফলাফলে মনখারাপ অভিনেত্রীর। আপাতত কোনও ধারাবাহিকে কাজ করছেন না সুস্মিলি। নতুন ক্লাস, পড়াশোনা নিয়ে ব্যস্ত রয়েছেন এই অভিনেত্রী।
শুটিংয়ের মাঝেই পড়াশোনা চালিয়ে গিয়েছেন সুস্মিলি। তবে এতটা পরিশ্রম করেও মনের মত ফলাফল হল না তাঁর। মাধ্যমিকে ৫০ শতাংশ নম্বর পেয়েছেন এই অভিনেত্রী। এই নম্বরে একেবারেই খুশি নন সুস্মিলি। কারণ, তিনি আশা করেছিলেন আরও বেশি। জি বাংলায় ‘সৌদামিনীর সংসার’ ধারাবাহিকে অভিনয় করার পর পড়াশোনার জন্য কিছুদিনের বিরতি নিয়েছিলেন তিনি।
এরপর ‘করুণাময়ী রানী রাসমণি’ এবং কিছুদিন আগে দর্শকেরা সুস্মিলিকে দেখেছেন ‘রামপ্রসাদ’-এ। তবে পরপর ধারাবাহিকে কাজ করেন না তিনি। তার কারণ পড়াশোনা। শুটিংয়ের মাঝে সময় পেলেই বই নিয়ে বসে পড়তেন সুস্মিলি। তবে তারপরেও এরকম ফলাফলে মনখারাপ অভিনেত্রীর। আপাতত কোনও ধারাবাহিকে কাজ করছেন না সুস্মিলি। নতুন ক্লাস, পড়াশোনা নিয়ে ব্যস্ত রয়েছেন এই অভিনেত্রী।
