এই ভারতেই লুকিয়ে বিশ্বের বিষ্ময়। কোথাও ধূ ধূ মরুভূমি, কোথাও বিস্তীর্ণ বনাঞ্চল, কোথাও সমুদ্রের জলোচ্ছ্বাস, কোথাও দুর্গম পর্বতমালা। মনোরম প্রাকৃতিক দৃশ্য থেকে বিরল বন্যপ্রাণী, শতাব্দী প্রাচীন ইতিহাস, এই দেশেই রয়েছে এমন কিছু, যেগুলিকে তালিকাভুক্ত করেছে ইউনেস্কো। কোথাও দেখা মেলে এক শিংওয়ালা গন্ডারের, কোথাও রয়্যাল বেঙ্গল টাইগারের, কোথাও অগণিত পরিযায়ী পাখির। সৌন্দর্য, বিবর্তন, সংরক্ষণের মিশ্রণ এই দেশে। জানেন সেসব সম্পর্কে?
2
6
কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক- কাজিরাঙ্গা ন্যাশন্যাল পার্ক। যেখানে কুয়াশাচ্ছন্ন তৃণভূমির মধ্য দিয়ে হেঁটে বেড়ায় এক শিং গন্ডার। হাজার বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত, কাজিরাঙ্গায় দেখা মেলে বন্য হাতি, হরিণ এবং বাঘের। ঘন বন, জলাভূমি এবং পাশাপাশি বয়ে চলা ব্রহ্মপুত্র নদীর জন্য পর্যটকদের পছন্দের তালিকায় প্রথমেই এই পার্ক।
3
6
কেওলাদেও ন্যাশনাল পার্ক- রাজস্থান, নাম শুনলেই যদি আপনি ভাবেন চারদিকে কেবল ধূ ধূ মরুভূমি, বিস্তীর্ণ শুষ্ক এলাকা, তাহলে এই জায়গায় যেতেই হবে আপনাকে। এই জলাভূমি এক বিস্ময় বললেও কম বলা হয়। ৩৫০টিরও বেশি প্রজাতির পাখির দেখা মেলে সেখানে। মূলত শীতকালে হাজার হাজার পরিযায়ী পাখি সাইবেরিয়া এবং চীন থেকে উড়ে আসে।