টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন, সারাদিনের গরমাগরম খবর কী?-----

পড়শি দেশে!
সম্প্রতি পাকিস্তান সফরে গেলেন মুমতাজ। প্রবীণ তারকা অভিনেত্রীকে সেখানকার তারকাদের সঙ্গে দেখা গিয়েছে। কেন গিয়েছেন তিনি? সে খবর জানা যায়নি। তবে সেখানকার প্রথম সারির শিল্পী ফওয়াদ খান, গোলাম আলি, নুসরত ফতেহ আলি খানের সঙ্গে সৌজন্য সাক্ষাতের পর ফ্রেমবন্দি হয়েছেন।

গ্রেফতার ১
গুলি চালানোর অভিযোগে ইতিমধ্যেই গ্রেফতার সাগর পাল, ভিকি গুপ্তা। সলমন গুলি কাণ্ডে এবার আরও এক অভিযুক্তকে গ্রেফতার করল মুম্বই পুলিশ। খবর, গাজিয়াবাদের রোহিত ত্যাগী হামলার পরে গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট থেকে বান্দ্রা থানা পর্যন্ত লরেন্স বিষ্ণোইয়ের নামে একটি ক্যাব বুক করেছিল। সেই খবর পেতেই গাজিয়াবাদ থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। আপাতত দু’দিনের জন্য বান্দ্রা থানায় জেল হেফাজত হয়েছে তার।

লেডি সিংহম
‘লেডি সিংহম’ দীপিকা পাড়ুকোনের নয়া লুক প্রকাশ্যে। দিন কয়েক আগে ছবির সেটে তাঁর গর্ভকালীন অবস্থার ছবি ফাঁস হয়ে যায়। তারপরেই নায়িকার নতুন সুক সামেন আনেন ছবির পরিচালক রোহিত শেট্টি। পুলিশের উর্দি গায়ে দীপিকা যেন সিংহি! রোহিতের দাবি, নায়িকা তাঁর কাছে পর্দা এবং বাস্তবে আসল হিরো।

জিয়া নস্টাল
সপ্তাহান্তে সবাই নতুন কিছু পেতে চান। সেই কথা মাথায় রেখে ২০ এবং ২১ এপ্রিল পিভিআর আইনক্স গুরু দত্ত-ওয়াহিদা রহমানের সাদা-কালো রসায়ন বড়পর্দায় আবার দেখাতে চলেছে। মুম্বই, পুণে, দিল্লি এনসিআর, বেঙ্গালুরু, ইন্দোর, জয়পুর, লখনউ, রৌরকেলা, কোচিন, হায়দরাবাদ এবং চেন্নাই-সহ সারা ভারতে মোট ২৭টি পিভিআর আইনক্স প্রেক্ষাগৃহে দেখানো হবে ‘পেয়াসা’। যেখানে গুরু দত্ত এক কবি। টিকিটের দাম মাত্র ১৫০ টাকা।

অকপট রাজকুমার
প্লাস্টিক সার্জারির কথা সপাট অস্বীকার করলেন রাজকুমার রাও। সম্প্রতি, মুম্বইতে দিলজিৎ দোসাঞ্জের কনসার্ট থেকে তাঁর সাম্প্রতিক ছবি ভাইরাল হয়েছে। সেই ছবি দেখে প্লাস্টিক সার্জারির গুঞ্জন ছড়িয়েছে। অবশেষে বিষয়টি নিয়ে মুখ খুলেছেন অভিনেতা। জানিয়েছেন, ওটা সেদিন তাঁর খুব খারাপ ছবি ছিল। পরে তিনি নিজে দেখেও খুবই অস্বস্তিতে পড়ে গিয়েছিলেন। কারণ, এরকম ছবি উঠবে তিনিও ভাবতে পারেননি। তবে তার আগে তিনি চিন ফিলার করিয়েছিলেন। প্লাস্টিক সার্জারি কোনও দিন করাননি।