আজকাল ওয়েবডেস্ক: চেন্নাইয়ে চলছে ভারত-বাংলাদেশ প্রথম টেস্ট। ভারতীয় পেসারদের দাপটে দ্বিতীয় দিনের শুরুতেই বেসামাল বাংলাদেশ। অন্যদিকে সাত সমুদ্র তেরো নদীর পারে নিঃশব্দে নিজের কাজ করে চলেছেন যুজবেন্দ্র চাহাল। কাউন্টিতে পরপর দুই ম্যাচে পাঁচ উইকেট ভারতীয় দলে ব্রাত্য স্পিনারের। ইংলিশ কাউন্টি চ্যাম্পিয়নশিপে তাঁর স্পিন জাদুতে লিসেস্টারশায়ারকে হারাল নর্থহ্যাম্পটনশায়ার। প্রথম ইনিংসে ৮২ রানে ৪ উইকেট নেওয়ার পর, দ্বিতীয় ইনিংসে ১৩৪ রানে ৫ উইকেট তুলে নেন। ম্যাচে মোট ৯ উইকেট। আগের ম্যাচেও দু'ইনিংস মিলিয়ে ৯ উইকেট নিয়েছিলেন চাহাল। প্রথম ইনিংসে ৪৫ রানে ৫ উইকেট নেন। দ্বিতীয় ইনিংসে তাঁর সংগ্রহ ৪ উইকেট।
নর্থহ্যাম্পটনশায়ারের হয়ে দুরন্ত পারফরম্যান্সে বোর্ডের নির্বাচক প্রধান অজিত আগারকরকে আবারও বার্তা দিলেন ভারতীয় স্পিনার। এর আগে একাধিকবার টেস্টে খেলার ইচ্ছাপ্রকাশ করেন চাহাল। কিন্তু ডাক পাননি। সাদা বলের ক্রিকেটে নামডাক থাকলেও, টেস্টে এখনও নজরকাড়া সাফল্য পাননি। সেই অধরা স্বপ্ন পূরণ করার লক্ষ্যে অবিচল যুজি। পরপর পাঁচ উইকেট নিয়ে এবার নির্বাচকদের ভাবতে বাধ্য করছেন। ৩১৬ রানে প্রতিপক্ষকে অলআউট করে দেয় নর্থহ্যাম্পটনশায়ার। জয়ের জন্য তাঁদের প্রয়োজন ছিল ১৩৭ রান। মাত্র এক উইকেট হারিয়ে ৩০.৩ ওভারের মধ্যে জয়সূচক রানে পৌঁছে যায়। বিপক্ষের মিডল এবং লোয়ার অর্ডারের পতনের কারণ চাহাল। গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন। আগের বছর একটি সাক্ষাৎকারে টেস্টে নিজেকে প্রতিষ্ঠিত করার ইচ্ছাপ্রকাশ করেন চাহাল। যদিও এখনও তেমন সম্ভাবনা তৈরি হয়নি। তবে নিজেকে প্রস্তুত রাখছেন চাহাল।
