আজকাল ওয়েবডেস্ক: যুবরাজ সিং সেন্টার অব এক্সেলেন্স এবং মার্লিন গ্রুপ পূর্ব ভারতে শুরু করেছে ক্রিকেট ট্যালেন্ট হান্ট। ক্রিকেট সুপারস্টারদের খোঁজ চলছে কলকাতা সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায়। শনিবার কলকাতার মার্লিন রাইজে অনুষ্ঠিত হল ক্রিকেট ট্যালেন্ট হান্ট। কলকাতা সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চলের তরুণ ক্রিকেটাররা এই ট্যালেন্ট হান্টে অংশ নিয়েছে। ৯ নভেম্বর ভুবনেশ্বর এবং ১৭ নভেম্বর শিলিগুড়িতে অনুষ্ঠিত হয় এই ক্রিকেট ট্যালেন্ট হান্ট। ট্রায়ালের মাধ্যমে ওড়িশা, উত্তরবঙ্গ, সিকিম, অসম সহ অন্যান্য উত্তর পূর্ব রাজ্য থেকে প্রতিভাবান তরুণ ক্রিকেটারদের চিহ্নিত করা হয়। ২৪ নভেম্বর পাটনাতে অনুষ্ঠিত হবে এই ট্যালেন্ট হান্ট। পাশাপাশি কলকাতাতেও একদিনের ট্রায়াল হবে। যা শুরু হবে সকাল ৮ টায়। চলবে দুপুর ৩ টে পর্যন্ত। পরিচালনায় বিসিসিআইয়ের লেভেল ওয়ান কোচ এবং যুবরাজ সিং সেন্টার অব এক্সেলেন্সের প্রধান কোচ ভিশাল ভাটিয়া।
নির্বাচিত ক্রিকেটাররা পরবর্তীকালে ওয়াইএসসিই-র অ্যাডভান্সড ট্রেনিং প্রোগ্রামে সম্পূর্ণ বৃত্তি বা স্কলারশিপ পাবেন। স্কলারশিপের মাধ্যমে কলকাতার তরুণ প্রতিভাবান ক্রিকেটাররা আর্থিক দিক থেকে পিছিয়ে থাকলেও বিশ্বের শ্রেষ্ঠ কোচিং ও অন্যান্য সুবিধা পাবে। এই প্রসঙ্গে যুবরাজ সিং বলেন, 'ক্রিকেট ভারত জুড়ে জনপ্রিয় একটা খেলা। বিশেষ করে পূর্ব ভারতের অঞ্চলগুলোতে যেখান থেকে অনেক প্রতিভাবান ক্রিকেটার উঠে এসেছে। এই ট্যালেন্ট হান্টের মাধ্যমে আমরা চাই পূর্ব ভারতের ক্রিকেটারদের একটি প্ল্যাটফর্ম দিতে যাতে তাঁরা নিজেদের দক্ষতা প্রদর্শন করতে পারে এবং স্বপ্ন পূরণের সুযোগ পায়।' মার্লিন গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর , সাকেত মোহতা বলেন, 'মার্লিন গ্রুপ যুবরাজ সিং সেন্টার অব এক্সেলেন্সের সঙ্গে যৌথভাবে পূর্ব ভারতের প্রথম উন্নতমানের পরিকাঠামো যুক্ত ক্রিকেট অ্যাকাডেমির প্রতিষ্ঠা করেছে। আমাদের বিশেষ লক্ষ্য পূর্ব ভারতের বিভিন্ন অঞ্চল ও উত্তর পূর্ব ভারত, কলকাতা, উত্তরবঙ্গ এবং সিকিমের প্রতিভাকে চিহ্নিত করা।'
