আজকাল ওয়েবডেস্ক: নতুন চ্যাম্পিয়ন পেল অস্ট্রেলিয়ান ওপেন। এরিনা সাবালেঙ্কাকে হারিয়ে নিজের দ্বিতীয় গ্র্যান্ডস্লাম জিতলেন এলেনা রিবাকিনা। ২ ঘণ্টা ১৮ মিনিটের লড়াইয়ে ৬-৪, ৪-৬, ৬-৪ সেটে নিজের প্রথম অস্ট্রেলিয়ান ওপেন জেতেন। শীর্ষ বাছাই বেলারুশের তারকাকে প্রথম সেটে হারিয়ে চমক দেন। কিন্তু দ্বিতীয় সেট হরেন। তৃতীয় সেটে আবার প্রত্যাবর্তন। ০-২ এ পিছিয়ে পড়ার পর টানা পাঁচ গেম জিতে ম্যাচ দখলে নেন। বছরের প্রথম গ্র্যান্ডস্ল্যাম পেল নতুন চ্যাম্পিয়ন।

ম্যাচের শুরুতেই চমক রিবাকিনার। প্রথম গেমেই সাবালেঙ্কার সার্ভিস ভাঙেন। ৩৭ মিনিটে সেট পকেটে পুরে নেন। নবম গেমে দুটো ব্রেক পয়েন্ট পেয়েও কাজে লাগাতে পারেননি। সেট হারার পরই মেয়েদের ফাইনালের রেজাল্টের একটা আন্দাজ পাওয়া গিয়েছিল। কিন্তু দুর্দান্ত লড়াইয়ে ম্যাচে ফেরেন একনম্বর তারকা। দ্বিতীয় সেটের শুরুতে ০-১ গেমে পিছিয়ে পড়ার পরও সমতা ফেরান। একটা সময় পর্যন্ত হাড্ডাহাড্ডি লড়াই হয়। ম্যাচ ১-১ হওয়ার পর তৃতীয় সেট শুরুতেই নিজের দখলে নেওয়ার চেষ্টা করেন সাবালেঙ্কা। শুরুতেই ২-০ তে এগিয়ে যান। প্রথম তিনটে গেম জেতেন। কিন্তু হাল ছাড়েননি রিবাকিনা। বিশ্বের একনম্বরের বিরুদ্ধে অবিশ্বাস্য প্রত্যাবর্তন। টানা পাঁচটি গেম জিতে ৫-৩ এ এগিয়ে যান। এরপর আর ম্যাচে ফিরতে পারেননি শীর্ষ বাছাই। তৃতীয় সেটে প্রথম তিন গেম জেতার পর এমন পতন ভাবা যায়নি। তৃতীয় সেটে নিজের দ্বিতীয় সার্ভিস খোয়ানোর পর ম্যাচ থেকে হারিয়ে যান সাবালেঙ্কা। সুযোগ কাজে লাগাতে পারেননি। ফলে নতুন চ্যাম্পিয়ন পায় অস্ট্রেলিয়ান ওপেন।