আজকাল ওয়েবডেস্ক: দ্বিপাক্ষিক সিরিজে সেভাবে আর পরীক্ষিত হয় কোথায়? ত্রিদেশীয় বা চতুর্দেশীয় টুর্নামেন্টেই আসল পরীক্ষা। জানা যায় আসল শক্তি। আগামী দিনে সম্প্রচারকারী চ্যানেল দ্বিপাক্ষিক সিরিজের পরিবর্তে ত্রিদেশীয় বা চতুর্দেশীয় টুর্নামেন্টের দিকে ঝুঁকতেই পারে। এমন কথা শোনালেন আকাশ চোপড়া। একই সঙ্গে আশঙ্কার কথাও শুনিয়ে রাখলেন দেশের প্রাক্তন ক্রিকেটার। জানালেন এই ধরনের দ্বিপাক্ষিক সিরিজে টানটান প্রতিদ্বন্দ্বিতা না থাকার ফলে সম্প্রচারকারী চ্যানেল যে টাকা ঢালছে, সেই পরিমাণ টাকা উঠে ঈসছে না। ফলে তারা কনিষ্ঠ ফরম্যাটের দিকে ঝুঁকতেই পারে।
চলতি ভারত-বাংলাদেশ সিরিজে টি-টোয়েন্টি ফরম্যাটে ভারত এগিয়ে রয়েছে ১-০-এ। টিম ইন্ডিয়া টেস্ট সিরিজ জিতে নিয়েছে খুব সহজেই। ভারত যেরকম প্রাধান্য দেখাচ্ছে, তাতে টি-টোয়েন্টি সিরিজ জেতার প্রবল সম্ভাবনা।
এই প্রেক্ষিতে এক ভক্ত আকাশ চোপড়াকে প্রশ্ন করেন, দ্বিপাক্ষিক সিরিজের পরিবর্তে কি ত্রিদেশীয় টুর্নামেন্ট করা যায়? কারণ সেখানে টানটান উত্তেজনা থাকে। সেই ক্রিকেট ভক্তের প্রশ্নের জবাবে আকাশ চোপড়া বলেছেন, ''দ্বিপাক্ষিক সিরিজে সেভাবে লড়াই দেখা যায় না। সত্যি কথা বলতে কী, যে দলই ভারতের মাটিতে খেলতে আসবে, সেই দলই অত্যন্ত সাধারণ মানের ক্রিকেট তুলে ধরবে। ফলে ত্রিদেশীয় বা চতুর্দেশীয় টুর্নামেন্ট করা যেতে পারে। এই মুহূর্তে হয়তো সেরকম সমস্যা নেই। সম্প্রচারকারী চ্যানেল টাকা ঢালছে, আর দলগুলো খেলছে। কিন্তু একটা সময় আসতে পারে যখন সম্প্রচারসংস্থা হাত তুলে দেবে। বলবে যে পরিমাণ টাকা ঢালা হচ্ছে, সেই অনুযায়ী টাকা ফেরত পাচ্ছে না। ম্যাচগুলোয় যেহেতু কোনও উত্তেজনা নেই, প্রতিদ্ব্ন্দ্বিতা নেই, দলের সেরা তারকারা না খেললেও একটা দল ১০ ওভারে ম্যাচ জিতে নিচ্ছে--ফলে অন্য রাস্তা নিতেও পারে সম্প্রচারকারী সংস্থা।''
ভারত-বাংলাদেশ দ্বিপাক্ষিক সিরিজের পরিবর্তে বাংলাদেশ, ভারত ও আফগানিস্তানকে নিয়ে ত্রিদেশীয় টুর্নামেন্ট করা যেতেই পারত। সেক্ষেত্রে ত্রিদেশীয় টুর্নামেন্ট অনেক বেশি উপভোগ্য হত দ্বিপাক্ষিক সিরিজের থেকে। সাফ বলে দিলেন আকাশ চোপড়া।
