আজকাল ওয়েবডেস্ক: ভারত-ইংল্যান্ড প্রথম টেস্ট শুরু হতে ছ'দিন বাকি। তার আগে রোহিত শর্মা এবং বিরাট কোহলির অবসরের টাইমিং নিয়ে প্রশ্ন তুলে দিলেন যোগরাজ সিং। দু'জনেই গত মাসে লাল বলের ক্রিকেটকে বিদায় জানান। ইংল্যান্ড সফরের দল ঘোষণা হওয়ার কয়েকদিন আগে অবসর ঘোষণা করেন দুই মহাতারকা। রোহিতের অবসর কিছুটা প্রত্যাশিত ছিল। কিন্তু কোহলির টেস্ট ক্রিকেটকে বিদায় জানানোর খবরে চমকে যায় ক্রিকেটমহল। কিন্তু তাঁদের এই সিদ্ধান্ত মেনে নিতে পারেননি প্রাক্তন ক্রিকেটার যোগরাজ সিং। যুবরাজের বাবা দাবি করেন, আরও পাঁচ বছর খেলা চালিয়ে যেতে পারতেন তাঁরা। 

যোগরাজ বলেন, 'বিরাট এবং রোহিতের টেস্ট থেকে অবসর নেওয়া উচিত হয়নি। আমি রোহিতকে বলেছিলাম, নিজেকে ফিট রাখতে সকাল পাঁচটায় উঠে ২০ কিলোমিটার দৌড়তে। দু'জনেই আরও পাঁচ বছর টেস্ট ক্রিকেট খেলতে পারত।' কোহলি এবং রোহিত তরুণদের হাতে ব্যাটন না তুলে দেওয়ায় চটে যান যোগরাজ। এই প্রসঙ্গে তিনি বলেন, 'ওদের ব্যাটন যাতে তরুণরা বয়ে নিয়ে যেতে পারে, সেটা দেখার জন্য থাকা উচিত ছিল। ঠিক যেমন সৌরভ গাঙ্গুলি করেছিল। ব্যাটন‌ পাস করা হয়নি, গিলের হাতে জোর করে ধরিয়ে দেওয়া হয়েছে।' যুবরাজের প্রসঙ্গ তোলেন যোগরাজ। জানান, তাঁর পরামর্শ না নিয়ে ভুল সময় অবসরের সিদ্ধান্ত নেন তাঁর ছেলেও।