আজকাল ওয়েবডেস্ক: মাত্র ১৪ বছর বয়স বৈভব সূর্যবংশীর। এই বয়সেই তিনি ছাপ ফেলে দিয়েছেন।
২০২৪ সালে মাত্র ১৩ বছর বয়সে বাঁ হাতি ব্যাটার ইউথ ক্রিকেটে সেঞ্চুরি করে চমকে দিয়েছিলেন।
২০২৫ সালের আইপিএলেও তিনি হতাশ করেননি। গুজরাট টাইটান্সের বিরুদ্ধে ৩৫ বলে তিনি সেঞ্চুরি করেন। বৈভবের ভবিষ্যৎ নিয়ে মন্তব্য করেছেন যুবরাজ সিংয়ের বাবা যোগরাজ।
বৈভব, আয়ুষ মাত্রের আসল পরীক্ষা হবে টেস্ট ফরম্যাটে। তাঁর মতে, তরুণ ক্রিকেটাররা বর্তমানে ৫০ ওভার ও ২০ ওভারের ম্যাচ খেলার দিকে নজর দেন। কিন্তু তাদের উচিত টেস্ট ফরম্যাটের দিকে ফোকাস করা।
যোগরাজ বলেছেন, ''আমার দৃষ্টি টেস্ট ক্রিকেটের দিকে। পাঁচ দিন কি টিকে থাকতে পারবে? এটাই তো বড় পরীক্ষা। ৫০ ওভার--ঠিক আছে। ২০ ওভার--তাও ঠিক আছে। আমি এই সব ফরম্যাট নিয়ে ভাবি না। কিন্তু যেহেতু তিন ধরনের ফরম্যাট রয়েছে, তাই তিনটি ফরম্যাটের জন্যই ফিট থাকতে হবে। সমস্যা হচ্ছে কেন? কারণ টি-টোয়েন্টি, আইপিএল ও ৫০ ওভারের ম্যাচের প্রতিই বেশি মন দিচ্ছ। এখন তো আমরা ৫০ ওভারও খেলতে পারি না। এই তো অবস্থা আমাদের।''
যোগরাজ মনে করেন, বৈভব আরও দূর এগোবেন। সাদা বলের ক্রিকেটে পারফর্ম করে আরও সুনাম অর্জন করতে হবে।
