আজকাল ওয়েবডেস্ক: যশোলাভ হল না  যশস্বী জয়সওয়ালের। সেঞ্চুরি থেকে ১৩ রান আগেই থেমে গেলেন ভারতের বাঁ হাতি ওপেনার। তিন অঙ্কের ম্যাজিক ফিগারে না পৌঁছলেও যশস্বী গড়লেন নতুন রেকর্ড।  

প্রথম টেস্টের প্রথম ইনিংসে সেঞ্চুরি করেছিলেন জয়সওয়াল। দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে নিশ্চিত শতরান ফেলে এলেন মাঠে। ৮৭ রানে থামতে হল যশস্বীকে। 

সেঞ্চুরি হাতছাড়া করলেও যশস্বীর ব্যাটে ভাঙল ৫১ বছরের পুরনো রেকর্ড। কী সেই রেকর্ড? 

১৯৭৪ সালে এজবাস্টনে মাইক ডেনেসের ইংল্যান্ডের বিরুদ্ধে ১৬৫ বলে ৭৭ রানের ইনিংস খেলেছিলেন সুধীর নায়েক। 

এত দিন পর্যন্ত এজবাস্টনে কোনও ভারতীয় ওপেনারের এটাই ছিল সর্বোচ্চ রান। এদিন সুধীর নায়েকের রেকর্ড ভেঙে দিলেন যশস্বী। তিনি উঠে এলেন এক নম্বরে। সুধীর নেমে গেলেন দুই নম্বরে। তৃতীয় স্থানে সুনীল গাভাসকর। 

হেডিংলের পরে এজবাস্টনে টেস্ট সেঞ্চুরি করে পেলতেই পারতেন যশস্বী। ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকসের সঙ্গে লেগে যায় তাঁর। স্টোকসের ফাঁদে পা দিয়ে ফেলেন যশস্বী। আর তার ফলে উইকেট দিয়ে এলেন স্টোকসকে।