আজকাল ওয়েবডেস্ক: ফিটনেস ও শৃঙ্খলার অপর নাম বিরাট কোহলি। ২০০৮ সালে আন্তর্জাতিক ক্রিকেটে আসার পর দিন দিন নিজেকে উন্নত করেছেন। ১৭ বছরের উপর আন্তর্জাতিক ক্রিকেটে খেলা হয়ে গেল। যদিও টেস্ট ও টি–২০ আন্তর্জাতিক থেকে তিনি অবসর নিয়েছেন। ৩৭ বছরের তারকা ক্রিকেটার রয়েছেন শুধু একদিনের আন্তর্জাতিকে।
এই ৩৭ বছরেও অনেক জুনিয়রের চেয়ে অনুশীলনে বেশি পরিশ্রম করেন বিরাট। তবে যশস্বী জয়সওয়াল মনে করছেন ভারতীয় দলে সবচেয়ে বেশি পরিশ্রমী ক্রিকেটাররে নাম কোহলি।
যশস্বীর কথায়, ‘শুভমান গিলকে খুব কাছ থেকে দেখেছি। খুব পরিশ্রম করে। একদম রুটিন মেনে অনুশীলন করে। ফিটনেস, ডায়েট, স্কিলের উপর খুব যত্নশীল। গিলের সঙ্গে অনুশীলন করে এটাই মনে হয়েছে আমার। দুর্দান্ত মানুষও বটে।’
এরপরই যশস্বী বলেছেন, ‘ইংল্যান্ড টেস্ট সিরিজে দুর্দান্ত ব্যাট করেছে গিল ভাই। আমার উপরেও অগাধ বিশ্বাস রেখেছিল।’
এটা ঘটনা, যশস্বী টেস্টে দেশের হয়ে ওপেন করেন। একদিনের আন্তর্জাতিকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওপেন করেছেন। শেষ ম্যাচে শতরান করেছেন। ওই সিরিজে অবশ্য গিল খেলতে পারেননি। ফিরেছেন টি–টোয়েন্টি সিরিজে। সেই সিরিজে আবার নেই যশস্বী।
