আজকাল ওয়েবডেস্ক: ইতিহাসের সন্ধিক্ষণে দাঁড়িয়ে যশস্বী জয়েসওয়াল। রেকর্ডের থেকে মাত্র ৯৭ রান দূরে তরুণ ওপেনার। টেস্টে দ্রুততম ২০০০ রানে পৌঁছনোর হাতছানি তাঁর সামনে। সুনীল গাভাসকরের ৪৯ বছরের রেকর্ড ভেঙে দিতে পারেন যশস্বী। ২ জুলাই এজবাস্টনে নতুন ইতিহাস রচনা করার সুযোগ থাকছে তাঁর সামনে। ধারাবাহিকতা সবচেয়ে বড় অস্ত্র বাঁ হাতি ওপেনারের। লিডসে প্রথম ইনিংসে দুরন্ত শতরান করেন। যদিও তাঁর সেঞ্চুরি ভারতের হার বাঁচাতে পারেনি। ৩৭১ রানের টার্গেট সেট করা সত্ত্বেও বেন ডাকেট, জ্যাক ক্রলি এবং জো রুটদের রুখতে পারেনি ভারতীয় বোলাররা। পাঁচ ম্যাচের সিরিজে ১-০ তে এগিয়ে যায় ইংল্যান্ড।
এজবাস্টনে ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে নামবে টিম ইন্ডিয়া। তাতে যশস্বীর ফর্ম বড় ভরসা। ২০ টেস্টে এখনও পর্যন্ত তাঁর রান ১৯০৩। গড় ৫২.৮৬। বর্তমানে টেস্টে দ্রুততম ২০০০ রানে পৌঁছনোর নজির সুনীল গাভাসকরের। ১৯৭৬ সালে নিজের ২৩তম টেস্টে এই মাইলস্টোনে পৌঁছন। বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে টেস্টে ১০,০০০ রান করেন সানি। এই এলিট তালিকায় দ্বিতীয় এবং তৃতীয় স্থানে রয়েছেন রাহুল দ্রাবিড় এবং বীরেন্দ্র শেহবাগ। দু'জনেই তাঁদের ২৫তম টেস্টে ২০০০ রানের গণ্ডি পেরোয়। এবার সবাইকে ছাপিয়ে যাওয়ার হাতছানি রয়েছে যশস্বীর সামনে।
