আজকাল ওয়েবডেস্ক: মেইঞ্জও জেতেনি। লেভারকুসেনও হারেনি। বুন্দেশলিগায় মেইঞ্জ ও লেভারকুসেনের মধ্যে ম্যাচটা ২-২ গোলে শেষ হলেও শেষ হাসি কিন্তু তোলা ছিল লেভারকুসেনের জন্যই। 

তবে ২০২৪–২৫ মরশুমের বুন্দেশলিগায়  শেষ দিনের ম্যাচ ড্র করে দারুণ এক কীর্তি গড়েছে লেভারকুসেন। টানা দুই মরশুম অ্যাওয়ে ম্যাচে অপরাজিত লেভারকুসেন। জার্মান ফুটবলে এই কীর্তি কোনও দলেরই নেই। 

 লেভারকুসেনকে অনন্য এই কীর্তি এনে দিয়েছেন জাবি অ্যালোন্সো। লেভারকুসেন অধ্যায় শেষ করছেন তিনি। তাঁকে নিয়ে জোর জল্পনা। রিয়াল মাদ্রিদের দায়িত্ব নেবেন। 

চুক্তির মেয়াদ এক বছর বাকি থাকলেও রিয়াল মাদ্রিদের কোচ কার্লো অ্যানচেলোত্তি ব্রাজিলের দায়িত্ব নিয়েছেন। ফলে রিয়ালের দায়িত্ব নেওয়ার সম্ভাবনা অ্যালোন্সোর। ক্লাব ছাড়ার আগে দারুণ এক রেকর্ড উপহার দিয়ে গেলেন তিনি।