আজকাল ওয়েবডেস্ক: মহিলাদের ক্রিকেটের জন্য নতুন ফিউচার ট্যুরস প্রোগ্রাম ঘোষণা করল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল। পুরুষদের মতো মহিলাদের ক্রিকেটেও বেশি করে জোর দেওয়া হচ্ছে টেস্ট ক্রিকেটের উপরে। নতুন এই সূচি অনুযায়ী, ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড অনেক বেশি টেস্ট ম্যাচ খেলবে। 

উওম্যান্স প্রিমিয়ার লিগের জন্য আলাদা উইন্ডোর বন্দোবস্ত করা হয়েছে। বিশ্বকাপ, চ্যাম্পিয়ন্স ট্রফির মতো টুর্নামেন্ট আয়োজন করে মহিলাদের ক্রিকেটকে আরও প্রসারিত করার চেষ্টা করা হয়েছে। 

মহিলাদের প্রিমিয়ার লিগের উইন্ডোর জন্য আলাদা সময় বরাদ্দ করা হয়েছে। ২০২৬ সালের জানুয়ারি-ফেব্রুয়ারিতে মহিলাদের প্রিমিয়ার লিগ হবে। তাছাড়া নতুন এফটিপি অনুযায়ী, প্রতি বছর মহিলাদের ক্রিকেটে আইসিসি টুর্নামেন্ট আয়োজন করা হবে। তাছাড়া বিভিন্ন দেশের ক্রিকেট লিগগুলোর জন্যও আলাদা আলাদা সময় ধার্য করা হয়েছে।  

২০২৫ থেকে ২০২৯ পর্যন্ত ছ'টি দলের চ্যাম্পিয়ন্স ট্রফির কথা বলা হয়েছে নতুন সূচিতে। ২০২৭ সালে প্রথম বার সেই টুর্নামেন্টের বল গড়াবে। ২০২৫ সালে ভারতের মাটিতে মহিলাদের ওয়ানডে বিশ্বকাপ হবে। মহিলা ওয়ানডে বিশ্বকাপে অংশগ্রহণকারী দলের সংখ্যা ১১। একাদশ তম দল হিসেবে বিশ্বকাপ খেলবে জিম্বাবোয়ে।  ২০২৬ সালে আইসিসি মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে। টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে ২০২৮ সালে।