আজকাল ওয়েবডেস্ক: আইপিএলের মেগা নিলাম শেষ। এবার মেয়েদের আইপিএলের নিলামের পালা। তার দিনক্ষণ জানিয়ে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড। ১৫ ডিসেম্বর বেঙ্গালুরুতে হবে মেয়েদের প্রিমিয়ার লিগ, অর্থাৎ ডব্লিউপিএলের নিলাম। ২০২৫ ফেব্রুয়ারিতে শুরু হবে পাঁচ ম্যাচের টুর্নামেন্টের তৃতীয় সংস্করণ। এবার টুর্নামেন্ট আয়োজনের দায়িত্ব পড়তে পারে বেঙ্গালুরু এবং গোয়ার ওপর। তবে নিলাম হবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হোম টাউনেই। টুর্নামেন্টের নিয়মাবলিও জানিয়ে দেওয়া হয়েছে। 

৪ ডিসেম্বর বিকেল ৫ টার মধ্যে ভারতীয় প্লেয়ার নথিভুক্ত করার শেষ সময়সীমা। প্রত্যেক ফ্র্যাঞ্চাইজির বাজেট ১৫ কোটি। আগের নিলামের থেকে যা দেড় কোটি বেশি। মোট ১৯টি স্লট সম্পূর্ণ করতে হবে। তারমধ্যে পাঁচটি বিদেশি প্লেয়ারের। ক্যাপড প্লেয়ারদের বেস প্রাইজ যথাক্রমে ৩০, ৪০ এবং ৫০ লক্ষ। আনক্যাপড প্লেয়ারদের বেস প্রাইজ ১০ এবং ২০ লক্ষ। গত দু'বছর টেবিলের তলানিতে শেষ করা গুজরাট জায়ান্টের পার্সে সবচেয়ে বেশি টাকা আছে। ১৫ কোটির মধ্যে ৪.৪ কোটি অবশিষ্ট। সবচেয়ে কম মুম্বই ইন্ডিয়ান্সের পার্সে। তাঁদের রয়েছে ২.৬৫ কোটি। টুর্নামেন্টের সূচি এখনও জানানো হয়নি। তবে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে শুরু হবে ডব্লিউপিএল। মার্চের মধ্যে শেষ। মেয়েদের আইপিএলের প্রথম সংস্করণ মুম্বই এবং নভি মুম্বইয়ে হয়েছিল। দ্বিতীয় বছর বেঙ্গালুরু এবং দিল্লিতে হয়। ২০২৬ থেকে টুর্নামেন্টের সময় এগিয়ে আনা হবে। জানুয়ারি-ফেব্রুয়ারিতে হবে মেয়েদের আইপিএল।