আজকাল ওয়েবডেস্ক: ট্রফি হাতে রোহিত শর্মার সবরমতীতে ফটোশুটের জন্য প্রস্তুত ছিল শহরবাসী। ঘটা করে অনুষ্ঠানের ভাবনা ছিল। রোহিত শর্মা সহ ভারতীয় দল হাজির থাকতে পারত। কিন্তু উলট পুরাণ! ভারত অধিনায়ককে দেখার সৌভাগ্য হল না। বিশ্বকাপ জয়ের পরের দিন সকালে অটল ব্রিজকে পেছনে রেখে সবরমতীর ক্রুজে ফটোশুট করলেন প্যাট কামিন্স। পরনে অস্ট্রেলিয়ার প্র্যাকটিস জার্সি। গলায় পদক। হাতে বিশ্বকাপ। মুখে এক গাল হাসি। সোমবার সকালে সবরমতী রিভার ক্রুজে ট্রফি হাতে নানা পোজ দিলেন অজি অধিনায়ক। তবে তাতে স্থানীয় মানুষের কোনও আগ্রহ ছিল না। নিরিবিলির মধ্যেই হয় ফটোশুট। ভারতের হারের পর মুষড়ে পড়েছে আহমেদাবাদ। রোহিতরা জিতলে যেই অটল ব্রিজ চত্বরে মানুষের ঢল নামত, সেখানে কামিন্সের ফটোশুটের বিষয়ে কাক-পক্ষীও টের পেল না। রবিবার রাত থেকেই সেলিব্রেশন শুরু হয়ে গিয়েছে অস্ট্রেলিয়া দলের। বিশ্বকাপ জয়ের পর হোটেলেই পার্টি হয়। তার রেশ চলে সোমবার পর্যন্ত। নিয়ম অনুযায়ী বিশ্বকাপ জয়ের পর বিশ্বকাপজয়ী অধিনায়ক শহরের দ্রষ্টব্য স্থানে ফটোশুট করে। এবার সেটাই হল সবরমতীতে। প্রসঙ্গত, বিশ্বকাপের আগেরদিন রুদাবাই স্টেপওয়েল আদালাজে ফটোশুট হয় রোহিত শর্মা, প্যাট কামিন্সদের।
