আজকাল ওয়েবডেস্ক: 'মরে যেতে চেয়েছিলাম'। মারাত্মক স্বীকারোক্তি ইংল্যান্ডের প্রাক্তন তারকার। কেন হঠাৎ এমন বললেন অ্যান্ড্রু ফ্লিনটফ? ঘটনা তিন বছর আগের। ২০২২ সালের। টপ গিয়ার শুট করার সময়। গাড়ি দুর্ঘটনার গুরুতর জখম হন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক। এমন অবস্থা ছিল, তাঁর মনে হয়েছিল, এর থেকে মৃত্যু ভাল। মুখে গুরুতর আঘাত লাগে। বুকের পাঁজর ভেঙে যায়। তাঁকে নিয়ে করা ডিজনির একটি তথ্যচিত্রে এমন জানান ফ্লিনটফ। ২০০৫ অ্যাশেজ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন। দুর্ঘটনার পর আতঙ্কিত হয়ে পড়েছিলেন। মনে হয়েছিল আর কখনও স্বাভাবিক জীবনে ফেরা সম্ভব হবে না। এই প্রসঙ্গে ফ্লিনটফ বলেন, 'দুর্ঘটনার পর আমি ভাবিনি বেঁচে ফিরব। ভাবছিলাম, মরে গেলেই ভাল হয়। নিজের মৃত্যু চাইছিলাম। আমি নিজেকে মেরে ফেলতে চাইনি। শুধু ভাবছিলাম। যন্ত্রণা থেকে মুক্তি পেতে। মনে হয়েছিল, সেটা বোধহয় অনেক সহজ হবে।'
তিন চাকার স্পোর্টস কার, মর্গ্যান সুপার থ্রি চালাচ্ছিলেন ফ্লিনটফ। দুর্ঘটনার পর গাড়িটি প্রথমে পাক খায়, তারপর উল্টে যায়। হেলমেট পরে ছিলেন না ইংল্যান্ডের প্রাক্তন তারকা। গুরুতর আহত হন। প্রসঙ্গত, ২০১০ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন ফ্লিনটফ। তখন তাঁর বয়স মাত্র ৩১। ১৯৯৮ থেকে ২০০৯ পর্যন্ত চুটিয়ে ইংল্যান্ডের হয়ে খেলেন। ইংল্যান্ডের হয়ে ৭৯টি টেস্ট খেলেন ফ্লিনটফ।
