আজকাল ওয়েবডেস্ক: আইপিএল ভাগ্য নিজের হাতে ছিল না মুস্তাফিজুর রহমানের। বাংলাদেশের বোলারকে ৯.২ কোটিতে কেনে কলকাতা নাইট রাইডার্স। কিন্তু বেগুনি জার্সিতে খেলা হবে না তাঁর। বিসিসিআইয়ের নির্দেশে ছেড়ে দিতে হয় মুস্তাফিজুরকে। আইপিএলে বাংলাদেশের একমাত্র প্লেয়ার হিসেবে ছিলেন তিনি। বাংলাদেশের হিন্দুদের ওপর আক্রমণের পর এমন সিদ্ধান্ত নেয় ভারতীয় ক্রিকেট বোর্ড। এই ঘটনার পর থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি মুস্তাফিজুরের। এবার সেই প্রসঙ্গে মুখ খুললেন রংপুর রাইডার্সের অধিনায়ক নুরুল হাসান সোহন। 

বিসিসিআই যখন মুস্তাফিজুরকে ছেঁটে ফেলার সিদ্ধান্ত নেয়, তখন বাংলাদেশ প্রিমিয়ার লিগের হয়ে খেলতে ব্যস্ত তিনি। রংপুর রাইডার্সের হয়ে খেলছিলেন তিনি। ঢাকা ক্যাপিটালসের বিরুদ্ধে ম্যাচের পর রংপুর রাইডার্সের অধিনায়ক নুরুল হাসানকে মুস্তাফিজুর সম্বদ্ধে প্রশ্ন করা হয়। তিনি দাবি করেন, এর ফলে মানসিকভাবে কোনও বাড়তি চাপ নেই বাংলাদেশি পেসারের ওপর। তবে এই বিষয়ে সওয়ালও করেন। নুরুল হাসান বলেন, 'আমাদের কাছে মুস্তাফিজুর বিশ্বমানের বোলার। দীর্ঘদিন ধরে নিজেকে প্রমাণ করছে। সবার ওর ওপর আত্মবিশ্বাস আছে। ওর বিষয়ে আলাদা করে কিছু বলার নেই। সবাই প্রভাবিত। ও একেবারেই চিন্তিত নয়। তবে তাসত্ত্বেও হতাশা থাকতেই পারে। তবে ওর অনেক কিছু প্রাপ্য। অবশ্য ওর এই নিয়ে মাথাব্যথা নেই।'

মুস্তাফিজুরকে আইপিএল থেকে ছেঁটে ফেলার পর থেকে ক্রিকেটমহলে অনেক কিছু ঘটে গিয়েছে। টি-২০ বিশ্বকাপের জন্য নতুন সূচি তৈরি করছে আইসিসি। মার্কি ইভেন্ট শুরু হতে এক মাসও বাকি নেই। এই নিয়ে কোনও মন্তব্য করেননি নুরুল। তবে দাবি করেন, এই ঘটনা নিয়ে বিশেষ ভাবিত নন মুস্তাফিজুর। আইপিএলে খেলার জন্য তাঁকে এনওসি দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সেটা প্রত্যাহার করে নেওয়া হয়েছে। এবার বিসিসিআই ইউ টার্ন নিলেও কোটিপতি লিগে খেলা হবে না বাংলাদেশের তারকা পেসারের।