আজকাল ওয়েবডেস্ক:‌ টিম ইন্ডিয়ার প্রাক্তন ক্রিকেটার। শিখর ধাওয়ান। তিনি ফের শিরোনামে। না খেলার জন্য নয়। ফের বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন ধাওয়ান। তাঁর প্রথম স্ত্রী ছিলেন আয়েশা মুখোপাধ্যায়। কিন্তু সেই বিয়ে সুখের হয়নি। বিয়ের কয়েক বছর পরেই বিচ্ছেদ হয় দু’‌জনের। এবার দীর্ঘদিনের বান্ধবী সোফিয়া সাইনকে বিয়ে করতে চলেছেন ধাওয়ান।


জানা গেছে, ফেব্রুয়ারি মাসের তৃতীয় সপ্তাহে বিবাহবন্ধনে আবদ্ধ হবেন ধাওয়ান–সোফি। দিল্লি এনসিআরে বিয়ের অনুষ্ঠান হবে। ক্রিকেটমহল ও বলিউডের অনেক তারকা উপস্থিত হতে পারেন তাঁদের বিয়েতে। ইতিমধ্যে জমকালো অনুষ্ঠানের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। ধাওয়ানের ঘনিষ্ঠ ও এই বিয়ের প্রস্তুতির সঙ্গে যুক্ত এক সূত্র একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে বলেছেন, ‘‌ওদের জীবন নতুন ছন্দে শুরু হতে চলেছে। দু’জনেই এই সম্পর্কে অত্যন্ত খুশি।’‌ তিনি আরও জানিয়েছেন, বিয়ের সমস্ত পরিকল্পনা ধাওয়ান নিজের হাতে পরিচালনা করছেন।


বিচ্ছেদের পর ধাওয়ান যে নতুন করে সম্পর্কে জড়িয়েছেন তা প্রকাশ্যে আসে ২০২৪ সালে। সোফির সঙ্গে ঘনিষ্ঠমহলে দেখা যায় তাঁকে। গত বছর চ্যাম্পিয়ন্স ট্রফির সময়ে ভারতীয় দলের ম্যাচ দেখতে সোফির সঙ্গে হাজির ছিলেন ধাওয়ান। তারপর একসঙ্গে ছবি দিয়ে ‘মাই লাভ’ বলে সবটা স্বীকারও করে নেন। মাস কয়েক আগে গুরুগ্রামে বিলাসবহুল অ্যাপার্টমেন্ট কেনেন ধাওয়ান। ডিএলএফ’র সুপার লাক্সারি প্রজেক্টের অ্যাপার্টমেন্টটির দাম প্রায় ৬৯ কোটি টাকা। তখনই জল্পনা শুরু হয়, ফের বোধহয় বিয়ে করতে চলেছেন ধাওয়ান। আয়ারল্যান্ডের বাসিন্দা সোফি প্রোডাক্ট কনসালট্যান্ট হিসাবে কর্মরত। আপাতত দুবাইয়ে থাকেন তিনি। বছর কয়েক আগে দুবাইয়েই শিখরের সঙ্গে তাঁর আলাপ হয়েছিল। 


এর আগে অস্ট্রেলিয়া নিবাসী বঙ্গকন্যা আয়েশার সঙ্গে বিয়ে হয় ধাওয়ানের। তাঁদের একটি পুত্রও আছে। তাছাড়াও বিয়ের পর আয়েশার দুই কন্যাকে দত্তক নেন শিখর। অবশেষে ২০২৪ সালে শিখর ও আয়েশার বিচ্ছেদ হয়। বছর দুই কাটতে না কাটতেই ফের বিয়ে করতে চলেছেন ধাওয়ান। 

এদিকে, সিকিমের বিরুদ্ধে বিজয় হাজারে ট্রফির ম্যাচ খেলতে পারেননি শুভমান গিল। তবে মঙ্গলবার গোয়ার বিরুদ্ধে তিনি খেলতে পারেন পাঞ্জাবের হয়ে। 


শুভমান গত শনিবার সিকিমের বিরুদ্ধে খেলবেন বলে ঠিক ছিল। পেটের সমস্যার কারণে খেলতে পারেননি। মঙ্গলবার গোয়ার বিরুদ্ধে তাঁকে খেলতে দেখা যাবে। জয়পুরের কেএল সাইনি স্টেডিয়ামে পাঞ্জাব বনাম গোয়ার ম্যাচ রয়েছে।