আজকাল ওয়েবডেস্ক: টি–টোয়েন্টি সিরিজে এগিয়ে গিয়েছে টিম ইন্ডিয়া। কটকে দক্ষিণ আফ্রিকাকে ১০১ রানে উড়িয়ে দিয়েছেন সূর্যকুমার যাদবরা। দ্বিতীয় ম্যাচ বৃহস্পতিবার নিউ চণ্ডীগড়ের মুল্লানপুরে।
দলে বদলের সম্ভাবনা রয়েছে? গিল ফিরলেও প্রথম ম্যাচে রান পাননি। তবে দ্বিতীয় ম্যাচেও সম্ভবত থাকবেন গিল। গম্ভীরকে অবশ্য বিশ্বাস নেই। তিনি উইকেট ও পরিস্থিতি বুঝে দল নির্বাচন করেন। এটা ঘটনা, প্রথম ম্যাচে জয়ের পর টিম ইন্ডিয়ার আত্মবিশ্বাস তুঙ্গে।
এশিয়া কাপ থেকে গিলকে টি–২০ দলের সহ অধিনায়ক করা হয়েছে। অর্থাৎ সূর্যকে চাপে রাখা। যদিও টি–টোয়েন্টি বিশ্বকাপ অবধি অধিনায়ক বদলের সম্ভাবনা নেই।
এদিকে, মোহালির পাশাপাশি মুল্লানপুরে নতুন স্টেডিয়াম তৈরি হয়েছে। ২০২৫ আইপিএলের বেশ কয়েকটি ম্যাচ হয়েছে সেখানে। মহিলাদেরও কয়েকটি ম্যাচ হয়েছে। সেই মাঠেই ছেলেদের প্রথম আন্তর্জাতিক ম্যাচ। পরিসংখ্যানের দিকে তাকালে বলতে হবে, মুল্লানপুরের মাঠে প্রচুর রান হয়। এর অর্থ ব্যাটিং সহায়ক বাইশ গজ। এই মাঠ আবার শুভমান গিল, অভিষেক শর্মা আর অর্শদীপ সিংয়ের ঘরের মাঠ। শুভমান আর অভিষেক দু’জনেই প্রথম ম্যাচে রান পাননি। ঘরের মাঠে দু’জনেই বড় রানের লক্ষ্য নিয়ে নামছেন। যা পরিস্থিতি, তাতে দ্বিতীয় ম্যাচে সম্ভবত কোনও বদল হচ্ছে না। অর্থাৎ জসপ্রীত বুমরা আর অর্শদীপের সঙ্গে তৃতীয় পেসার হিসেবে থাকবেন হার্দিক পাণ্ডিয়া। শিবম দুবেও থাকছেন। দুই স্পিনার হিসেবে অক্ষর প্যাটেল ও বরুণ চক্রবর্তী। চিন্তা শুধু একটাই। টপ অর্ডারের রানে ফেরা।
তবে সঞ্জু স্যামসনকে এই ম্যাচেও প্রথম একাদশে দেখতে পাওয়ার সম্ভাবনা কম। ব্যাটার ও উইকেটরক্ষক হিসেবে হয়ত জীতেশ শর্মাই খেলবেন।
চণ্ডীগড়ে এরকম হতে পারে ভারতের সম্ভাব্য একাদশ: অভিষেক শর্মা, শুভমান গিল, সূর্যকুমার যাদব, তিলক বর্মা, হার্দিক পাণ্ডিয়া, শিবম দুবে, জীতেশ শর্মা, অক্ষর প্যাটেল, জসপ্রীত বুমরা, বরুণ চক্রবর্তী, অর্শদীপ সিং।
