আজকাল ওয়েবডেস্ক:‌ ডান হাঁটুতে চোট পেয়েছেন ঋষভ পন্থ। দ্বিতীয় দিন কিপিং করার সময় জাদেজার একটি বল পন্থের ডান হাঁটুতে লাগে। এরপরই তিনি মাঠের বাইরে চলে যান। কিপিং করেন পরিবর্ত ধ্রুব জুড়েল। তৃতীয় দিনও তিনিই কিপিং করছেন। বিসিসিআই টুইট করে জানিয়েছে, শুক্রবার কিপিং করতে পারবেন না পন্থ। আসল চিন্তা অন্য জায়গায়। চোটের জন্য তিনি যদি দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে না পারেন, তাহলে কী জুড়েল ব্যাট করতে পারবেন?‌ জেনে নেওয়া যাক আইসিসির নিয়ম কী বলছে।


প্রসঙ্গত, ঋষভের যেখানে চোট লেগেছে, সেখানেই পথ দুর্ঘটনার পর একাধিক অস্ত্রোপচার হয়েছিল তাঁর। তাই চিন্তা বাড়ছে। শুধু তো এই সিরিজ নয়। এরপর রয়েছে বর্ডার–গাভাসকার ট্রফি।


২০১৮ সালে টেস্টে বেশ কিছু নয়া নিয়ম চালু করে আইসিসি। যেখানে স্পষ্ট বলা হয়েছে, উইকেটকিপার চোট পেলে পরিবর্ত কিপার মাঠে নামতে পারেন। কিপিংও করতে পারেন। তবে পরিবর্ত ক্রিকেটার অধিনায়কত্ব কিংবা বোলিং করতে পারেন না। শুধু কিপিং করতে পারেন। তাই নিয়ম অনুযায়ী জুড়েল ব্যাট করতে পারবেন না। আর পন্থ যদি সত্যিই ব্যাট না করতে পারেন, তাহলে একজন ব্যাটসম্যান কমে যাবে ভারতের। 
এমনিতেই বেঙ্গালুরু টেস্টে প্রবল চাপে ভারত। ৪৬ রানে অলআউট হয়ে গিয়েছে। নিউজিল্যান্ড ইতিমধ্যেই ২৭৮ রানে এগিয়ে গেছে। ভারতের সামনে হারের ভ্রুকুটি।