আজকাল ওয়েবডেস্ক: সাদা হেডব্যান্ড পরে মহম্মদ সিরাজদ্বিতীয় দিনের শেষ সেশনে ভারতের তারকা পেসারকে এই সাদা হেডব্যান্ড পরে দেখা যায়কিন্তু সিরাজ কেন পরেছিলেন সাদা হেডব্যান্ড? ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার গ্রাহাম থর্পের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করে এই সাদা হেডব্যান্ড পরেছিলেন সিরাজ

দ্বিতীয় দিনের ওভালে বন্ধুবান্ধব, স্ত্রী, পরিবারের সদস্যরা থর্পকে শ্রদ্ধাপ্রদর্শন করেন। গতবছরেরআগস্ট থর্প মারা যান। দ্বিতীয় দিনের শুরুতে ইংল্যান্ডের ক্রিকেটারধারাভাষ্যকার মাইকেল আথারটন ও নাসের হুসেন সাদা হেডব্যান্ড পরেছিলেন। সাদা হেডব্যান্ড পরে ছবি তুলতে দেখা যায় ইংল্যান্ডের ক্রিকেটারদের। শেষ সেশনে সিরাজে মাথায় দেখা যায় এই সাদা হেডব্যান্ডথর্প ব্যাট করার সময়ে সাদা হেডব্যান্ড পরতেন। সেই সাদা হেডব্যান্ড পরেই তাঁকে সম্মান দেখানো হয়

আরও পড়ুন: 'আমার কাঁধে হাত রাখলে আকাশ ঘুসি খেত', বঙ্গপেসারের কাণ্ড দেখে পন্টিং উত্তেজিত, ফিরে যাচ্ছেন পুরনো দিনে

গতবছরের আগস্ট মাসে ট্রেনের ধাক্কায় মারা যান ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার গ্রাহাম থর্প। তাঁর মৃত্যুর তদন্তে নামার পর বেরিয়ে আসছে একের পর এক হৃদয় বিদারক কাহিনিমৃত্য়ুর আগে থর্প তাঁর স্ত্রীকে অনুরোধ করেছিলেন, সুইজারল্যান্ডের একটি ক্লিনিকে তাঁকে মৃত্যুবরণে যেন সাহায্য করা হয়। তাঁর পরিবারের তরফ থেকে দাবি করা হয় থর্প আত্মহত্যা করেছেন।

ইংল্যান্ডের ব্যাটিং কোচের দায়িত্ব হারানোর পর থেকেই থর্প মানসিক অবসাদে ভুগতে থাকেন। একসময়ের নামী এক ক্রিকেটারের এহেন পরিণতিতে শোকাহত ক্রিকেটবিশ্বগতিদানবদের স্লেজিং উপেক্ষা করেও যিনি উইকেটে দাঁত কামড়ে পড়ে থাকতেন, তাঁর হঠাৎ কী হল যে এই পৃথিবীর মায়া কাটিয়ে চলে গেলেন? থর্পের মৃত্য নিয়ে চলছে তদন্ত।

সারের একটি আদালতে তদন্তের শুনানিতে বলা হয়, ইংল্যান্ডের ব্যাটিং কোচের দায়িত্ব চলে যাওয়ার পরে মানসিক দিক থেকে তিনি ভেঙে পড়েন। তিনি একবার আত্মহত্যার চেষ্টাও করেন।

তবে ইংল্যান্ডের ব্যাটিং কোচের দায়িত্বের পরেই যে মানসিক ভাবে বিধ্বস্ত হয়ে পড়েন, তা নয়। ২০১৮ সাল থেকেই থর্প মানসিক দিক থেকে দুর্বল হয়ে পড়েন

তবুও কাজ চালিয়ে যাচ্ছিলেন। থর্পের স্ত্রী আমান্ডা থর্প জানান, অস্ট্রেলিয়ায় অ্যাশেজ চলাকালীন একটি বিতর্কিত ভিডিও ফাঁস হওয়ার পর থেকে পুরোদস্তুর ভেঙে পড়েন থর্প

অস্ট্রেলিয়া থেকে ঘুরে আসার পরে থর্প আরও ভেঙে পড়েন। যে ভিডিওটি থর্পকে ভিতর থেকে দুমড়ে মুচড়ে দিয়েছিল, তাতে দেখানো হয়, তাসমানিয়ার পুলিশ ইংল্যান্ড অধিনায়ক জো রুট, জিমি অ্যান্ডারসনঅস্ট্রেলিয়ার নাথান লিয়ঁ, অ্যালেক্স ক্যারি এবং ট্র্যাভিস হেডের একটি পানীয় সেশনে বাধা দেয়।

ভিডিওটি থর্প নিজেই করেন এবং সেই সময়ে থর্পকে বলতে শোনা গিয়েছিল, 'আইনজীবীদের জন্য ভিডিও করছি।' অনেকেই মনে করেন, সেই সময়ে থর্প ঘরের ভিতরে সিগার খাচ্ছিলেন, যা তাসমানিয়ার নিয়মের বিরুদ্ধে। সেই কারণে পুলিশ এসেছিল। গত বছরের ৪ আগস্ট থর্প মারা যান। তাঁর স্ত্রী ভেবেছিলেন কুকুর সঙ্গে নিয়ে তিনি বোধহয় বেরিয়েছেন। কিন্তু থর্প আর ফেরেননি।  ইংল্যান্ডের এই তারকা ক্রিকেটার ১০০টি টেস্ট খেলেছেন ইংল্যান্ডের হয়ে। ১৬টি সেঞ্চুরি করেন। ৮২টি ওয়ানডে খেলেন গ্রাহাম থর্প। 

এহেন থর্পের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করেই সিরাজ সাদা হেডব্যান্ড পরে বল করেন। 

আরও পড়ুন: ফের একই দৃশ্য ওভালে, ডাকেটের কাঁধে আবার হাত রাখলেন আকাশদীপ, এবার ডাকেট যা করলেন...রইল ভিডিও