আজকাল ওয়েবডেস্ক: হেডিংলি টেস্টের পঞ্চম দিনে কালো আর্মব্যান্ড পরে খেলছেন ভারত ও ইংল্যান্ডের ক্রিকেটাররা। 

সোমবার রাতে প্রয়াত হন দিলীপ দোশী। তাঁর প্রতি শ্রদ্ধা দেখিয়ে দুই দেশের তারকারা কালো আর্মব্যান্ড পরে খেলতে নেমেছেন। 

মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৭ বছর। দিলীপ দোশী গুজরাটের হলেও বাংলার হয়ে খেলেছেন। ভারতের হয়ে ৩৩টি টেস্ট খেলেন। ১৫টি একদিনের ম্যাচ খেলেন। ১৯৭৯ থেকে ১৯৮৩ সাল পর্যন্ত দেশের জার্সিতে খেলেছেন। ৩০ বছর বয়সের পর টেস্ট অভিষেক হয় তাঁর। কিন্তু তারপর ১০০ উইকেটের বেশি তুলে নেন। এই তালিকায় বাকি তিনজন হলেন ক্ল্যারি গ্রিমেট, সৈয়দ আজমল এবং রায়ান হ্যারিস। 

বিসিসিআই-এর তরফ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়, দুটো দলই কালো আর্মব্যান্ড পরে খেলতে নামবে দিলীপ দোশীর প্রতি সম্মান জানিয়ে। পঞ্চম দিনের খেলা শুরুর আগে কয়েক মিনিটের নীরবতাও পালন করা হয়। 

১৯৭৯ সালে চেন্নাইয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট অভিষেক হয়। প্রথম ইনিংসে ৬ উইকেট তুলে নেন। দ্বিতীয় ইনিংসে ২। অভিষেকেই ভারতের সেরা বোলারের শিরোপা অর্জন করেন। কলকাতায় ৭০ হাজার দর্শকের সামনে ইডেন গার্ডেনে চার উইকেট তুলে নেন। এরপর ভারতীয় দলে তাঁর জায়গা পাকা হয়ে যায়। কিন্তু তারপর বেশিদিন আন্তর্জাতিক ক্রিকেটে নিজের জায়গা ধরে রাখতে পারেননি। দিলীপ দোশীর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে দেশের ক্রিকেটমহলে। তার ছায়া পড়েছে লিডসেও।