আজকাল ওয়েবডেস্ক: আরও একটি আইপিএলের নিলামের সময় চলে আসছে। ১৩ থেকে ১৫ ডিসেম্বর আইপিএলের মিনি নিলাম অনুষ্ঠিত হবে। একটি সর্বভারতীয় ক্রিকেট ওয়েবসাইটের খবর অনুযায়ী, ১৫ নভেম্বরের মধ্যে ফ্র্যাঞ্চাইজিদের রিটেনশন তালিকা জমা দিতে হবে। তবে এখনও নিলামের স্থান নির্ধারিত হয়নি। মিনি নিলামের দিনক্ষণ এবং ভেন্যু নিয়ে আলোচনা চলছে। আগের দুই বছর বিদেশে হয়েছে আইপিএলের নিলাম। শেষ দু'বার যথাক্রমে দুবাই এবং সৌদি আরবের জেড্ডায় হয়েছে। এবার ভারতে ফেরার সম্ভাবনা প্রবল। ফ্র্যাঞ্চাইজির কর্তারা জানিয়েছে, নিলাম নিয়ে বোর্ডের সঙ্গে তাঁদের আলোচনা চলছে। ডিসেম্বরের মাঝামাঝি উইন্ডোতে রাখা হবে। এবার ভারতে করার চেষ্টা করা হচ্ছে।

১৫ নভেম্বর রিটেনশন ডেডলাইন পাকা হয়ে গিয়েছে। তারমধ্যে ফ্র্যাঞ্চাইজিদের ছেড়ে দেওয়া প্লেয়ারদের তালিকা পেশ করতে হবে। গত মরশুমে টেবিলের তলানিতে শেষ করেছিল চেন্নাই সুপার কিংস এবং রাজস্থান রয়্যালস। এবার তাঁদের দলে আমূল পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। এবার একাধিক হাই প্রোফাইল প্লেয়ারকে ছেড়ে দেওয়া হবে। চেন্নাইয়ের তালিকায় রয়েছেন দীপক হুডা, বিজয় শঙ্কর, রাহুল ত্রিপাঠী, স্যাম কারন এবং ডেভন কনওয়ে। আইপিএল থেকে রবিচন্দ্রন অশ্বিন অবসর নেওয়ায় সিএসকের পার্সে আরও ৯.৭৫ কোটি যুক্ত হয়েছে। সঞ্জু স্যামসনকে নিয়ে সমস্যায় রাজস্থান রয়্যালস। তাঁকে ছেড়ে দিতে পারে রাজস্থান। বা অন্য কোনও ফ্র্যাঞ্চাইজিকে বিক্রি করে দিতে পারে। 

শ্রীলঙ্কার দুই বোলার ওয়ানিন্দু হাসারঙ্গা এবং মহেশ থিকসানাকে ছেড়ে দেওয়ার কথা ভাবছে রাজস্থান। তবে হেড কোচ হিসেবে সাঙ্গাকারা ফিরলে, পরিকল্পনায় বদল হতে পারে। এছাড়াও একাধিক প্লেয়ার রয়েছে যাদের নতুন ফ্র্যাঞ্চাইজি খুঁজতে হবে। এই তালিকায় আছেন টি নটরাজন,‌ মিচেল স্টার্ক, আকাশ দীপ, মায়াঙ্ক যাদব এবং ডেভিড মিলার। ভেঙ্কটেশ আইয়ার, যে আইপিএলের নিলামে তৃতীয় সর্বোচ্চ দামী প্লেয়ার, তাঁকে ছেড়ে দিতে পারে কলকাতা নাইট রাইডার্স। আসন্ন নিলামে নজর থাকবে ক্যামেরুন গ্রিনের দিকে। চোটের জন্য আগের নিলামের অঙ্গ ছিলেন না। কিন্তু ইতিমধ্যেই একাধিক ফ্র্যাঞ্চাইজির নজর কেড়েছেন। আসন্ন মিলি নিলামে অস্ট্রেলিয়ান অলরাউন্ডারকে নিয়ে ঝড় উঠতে পারে।