আজকাল ওয়েবডেস্ক: ভারতীয় দলের বাংলাদেশ সফর নিয়ে অনিশ্চয়তার খবর সংবাদমাধ্যমে প্রকাশিত হওয়ার পর থেকেই আশঙ্কিত ক্রিকেটমহল। কিন্তু বিসিবি এর মধ্যে অন্য গন্ধ পাচ্ছে না। বিসিবি-র মতে, সিরিজটি নির্ধারিত সূচি মতোই হবে। 

আগস্টে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলার জন্য বাংলাদেশে আসার কথা ভারতের। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী,  পহেলগাঁওয়ের ঘটনার পর তার প্রভাব পড়তে পারে এই উপমহাদেশে। 

১৫ এপ্রিল এই সফরের সূচি প্রকাশ করে বিসিবি। খেলা হবে ঢাকা ও চট্টগ্রামে। বিসিবি পরিচালক ও বোর্ডের ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমুল আবেদিন বলেছেন, সফর নিয়ে আশঙ্কার কিছু তাঁদের জানা নেই।

এদিকে পরিবর্তিত পরিস্থিতিতে আশঙ্কা প্রকাশ করা হয়েছে এশিয়া কাপ আয়োজন নিয়েও। সেপ্টেম্বরে এশিয়া কাপ হওয়ার কথা ভারতে। পাকিস্তান ভারতে আসবে না বলে আগেই জানিয়ে দিয়েছে। 

পাকিস্তানের ম্যাচগুলো তাই হাইব্রিড মডেল অনুযায়ী হবে অন্যত্র। ভারত থেকে সরে যাওয়ার সম্ভাবনাও রয়েছে।