আজকাল ওয়েবডেস্ক: পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে ইতিমধ্যেই ০-২ এ পিছিয়ে পড়েছে ইংল্যান্ড। অ্যাশেজে কামব্যাক করতে তৃতীয় টেস্ট জিততেই হবে। নয়তো তিন টেস্টেই নির্ধারিত হয়ে যাবে সিরিজ ভাগ্য। সমালোচনার সিংহভাগ সহ্য করতে হয় অধিনায়ক বেন স্টোকস এবং কোচ ব্রেন্ডন ম্যাকালামকে। একসময় যে 'বাজবল' পদ্ধতির জয়জয়কার ছিল, সেটাই বর্তমানে 'বাবল' অ্যাখ্যা পেয়েছে। অ্যাশেজের দ্বিতীয় টেস্টে ইংল্যান্ডের হতশ্রী পারফরম্যান্সের পর ক্রিকেটারদের তুলোধোনা করেন জিওফ্রে বয়কট। শুধু কোচ এবং অধিনায়ক নয়, প্রত্যেক ক্রিকেটারের দিকে আঙুল তোলেন ইংল্যান্ডের কিংবদন্তি।
প্রথম টেস্ট মাত্র দু'দিনের মধ্যে শেষ হয়ে যায়। তারপর দ্বিতীয় টেস্টে গাব্বায় ৮ উইকেটে হার। ইংল্যান্ডের এই পারফরম্যান্সে হতাশ বয়কট। তিনি মনে করেন, অ্যাশেজে প্রত্যাবর্তন করতে, মিরাকেল প্রয়োজন ইংল্যান্ডের। ছয় দিনের সময়সীমায় দুটো টেস্ট শেষ হয়ে যায়। দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছে স্টোকসদের। প্রাক্তন তারকার দাবি, মিরাকেল ছাড়া এই পরিস্থিতি থেকে বেরোনো সম্ভব নয় ইংল্যান্ডের। বয়কট বলেন, 'ছয় দিনের অ্যাশেজের পর, ইংল্যান্ডের মিরাকেল দরকার। ব্রিসবেনে জঘন্য প্রদর্শনী। দায়িত্বজ্ঞানহীন ব্যাটিং, অতিরিক্ত শর্ট বল এবং ওয়াইড, ক্যাচ মিস। এই ধরনের ব্যাটিং এবং বোলিংয়ে কোনও কাপ জিততে পারবে না, সেখানে অ্যাশেজ তো দূর অস্ত।'
অস্ট্রেলিয়াকে হারাতে চার বছর ধরে ব্লু প্রিন্ট তৈরি করছিল ইংল্যান্ড। কিন্তু ব্যর্থ হয়। বয়কটকে যা অবাক করছে, সেটা হল, স্টোকস এবং তাঁর দল বাইরের কারোর পরামর্শও নেয় না। বয়কট বলেন, 'একদল ষাঁড়। বেন এবং ওর দল যা বলছে সেটা বিশ্বাস করা যায় না। বাইরের কারোর কথা ওরা শুনতে চায় না।' ম্যাকালাম এবং তাঁর দলকে তুলোধোনা করলেন ইংল্যান্ডের কিংবদন্তি। তিনি জানান, দলের বর্তমান কোচ এবং অধিনায়ক মনে করে, তাঁরা টেস্ট ক্রিকেটকে নতুন করে আবিষ্কার করেছে। বয়কট বলেন, 'ওরা মনে করে, টেস্ট ক্রিকেট অনেক বদলে গিয়েছে। ওরাই আধুনিক ক্রিকেট সম্বন্ধে সবকিছু জানে। আমরা অধিনায়কের থেকে শুধু আক্রমণের কথা শুনি। কোচ আস্থা রাখতে বলে। সেটা হ্যারি ব্রুক হোক, অলি পোপ বা বাকিরা। কঠিন পরিস্থিতিতে হ্যারি দলকে ডুবিয়েছে। অলিও দলকে ঝুলিয়েছে। ও কখনওই শেখে না। হতাশ করতেও ছাড়ে না।' শুধু ব্যাটারদের নয়, বোলারদেরও ছাড়েননি প্রাক্তন তারকা। এককথায়, 'রাবিশ' তকমা দেন। বয়কট বলেন, 'আমরা কেন এত শর্ট বল দিচ্ছিলাম? উইল জ্যাকস টেস্ট ক্রিকেটার? ও পুরোপুরি টি-২০ ব্যাটার। আমার মাও হয়তো ওর বল খেলতে পারবে।' অ্যাশেজে প্রত্যাবর্তনের কোনও সম্ভাবনা দেখছেন না প্রাক্তন তারকা।
