আজকাল ওয়েবডেস্ক: এগিয়ে আসছে এশিয়া কাপের ভারত-পাক ম্যাচ। ১৪ তারিখ সেই মহাম্যাচ। তার আগে বীরেন্দ্র শেহবাগ বললেন, পাকিস্তানের কাছে হারলে তাঁর মানসিকতা বদলে যেত। মেজাজ হারাতেন তিনি।
বীরু বলেছেন, ''পাকিস্তানের কাছে হারলে আমি মনোযোগ হারাতাম। মেজাজ হারিয়ে ফেলতাম।'' শেহবাগ উল্লেখ করেছেন, ২০০৮ সালের ভারতের পাক সফরের কথা। ৩০০ রান তাড়া করছিল ভারত। শেহবাগ ৯৫ বলে ১১৯ রান করেছিলেন। বীরুর দৌরাত্ম্যেই ভারত ম্যাচ জেতে।
আরও পড়ুন: দুবাইয়ে টিম ইন্ডিয়ার অনুশীলনের ছবি প্রকাশ্যে, নজর কাড়ল স্পনসরহীন জার্সি
সেই ম্যাচ উপোস করে খেলতে নেমেছিলেন শেহবাগ। তিনি বলেন, ''সেই দিন আমি উপোস করে ব্যাট করতে নেমেছিলাম। রান করে খিদে মেটাতে চেয়েছিলাম।'' এশিয়া কাপের বল গড়াচ্ছে ৯সেপ্টেম্বর। ফাইনাল ২৮ সেপ্টেম্বর। মোট আটটি দেশকে দুটি গ্রুপে ভাগ করা হয়েছে। ‘এ’ গ্রুপে ভারত, পাকিস্তানের সঙ্গে রয়েছে সংযুক্ত আরব আমিরশাহি ও ওমান। ‘বি’ গ্রুপে রয়েছে বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকং।
৯ সেপ্টেম্বর হংকং-আফগানিস্তান ম্যাচ দিয়ে এবারের এশিয়া কাপ শুরু। ১০ সেপ্টেম্বর ভারতের প্রথম ম্যাচ। প্রতিপক্ষ সংযুক্ত আরব আমিরশাহি। ভারত-পাক ম্যাচ ১৪ সেপ্টেম্বর। ভারত মাঠে নামার আগেই বীরেন্দ্র শেহবাগের মতো প্রাক্তন ওপেনার বলে দিলেন, এশিয়া কাপের সব থেকে ভাল দল ভারতই। সোনি স্পোর্টস নেটওয়ার্ককে দেওয়া এক সাক্ষাৎকারে বীরু বলেন, ''আমরা বিশ্ব চ্যাম্পিয়ন। আমরা সদ্যই টি-টোয়েন্টি ফরম্যাটে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছি। আমি নিশ্চিত এশিয়া কাপে আমরাই সেরা দল। আশা করি এশিয়া কাপও জিতব।''
রোহিত শর্মার নেতৃত্বে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে ভারত। বিশ্বজয়ের অব্যবহিত পরেই হিটম্যান জানিয়ে দেন, তিনি আর টি-টোয়েন্টি ফরম্যাটে খেলবেন না।ফলে টি-টোয়েন্টি ফরম্যাটের দায়িত্ব এখন সূর্যর হাতে। তাঁর অধিনায়কত্বে ভারত ২২টি ম্যাচ খেলেছে। তার মধ্যে জিতেছে ১৭টিতে। হেরেছে চারটি ম্যাচ। টাই হয়েছে একটি।
শেহবাগ বলছেন, ''তরুণ ও অভিজ্ঞদের মিশেলে ভারতীয় দল বেশ শক্তিশালী। তার উপরে রয়েছে সূর্যকুমারের নির্ভীক নেতৃত্ব। এশিয়া কাপ ভারত কিন্তু জিততেই পারে। সূর্য আক্রমণাত্মক নেতৃত্ব করে। ওর মানসিকতা টি-টোয়েন্টি ফরম্যাটের সঙ্গে মানানসই।''
এদিকে পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার বাজিদ খান জানিয়েছেন, বিভিন্ন দেশের বিরুদ্ধে সূর্যকুমার যাদব রান পেলেও পাকিস্তানের বিরুদ্ধে কিন্তু তিনি কার্যকরী ভূমিকা অবলম্বন করতে পারেননি।
এশিয়া কাপে ভারত দল ঘোষণা করেছে। সূর্যকুমার যাদব অধিনায়ক। সহ-অধিনায়ক করা হয়েছে শুভমান গিলকে। বাজিদ খান পি টিভি-তে ভারতীয় দল নিয়ে কাটাছেঁড়া করছিলেন। সেই সময়ে তাঁকে বলতে শোনা গিয়েছে, ''ভারতের সব প্লেয়ারই এককথায় দুর্দান্ত। এমন কেউ নেই যার সম্পর্কে বলা যায় যে দক্ষতা নেই। রোহিত শর্মা ও বিরাট কোহলি যে তীব্রতা এনে দেয় দলে, সেটা ভারত মিস করবে।''
সূর্যকুমার যাদবের রেকর্ডের কথা উল্লেখ করেছেন বাজিদ খান। তিনি বলছেন, ''প্রায় সব দলের বিরুদ্ধেই সূর্যকুমার যাদব রান পেয়েছে। কিন্তু পাকিস্তানের বিরুদ্ধে যে কোনও কারণেই হোক সূর্যকুমার যাদব কার্যকরী ভূমিকা গ্রহণ করতে পারে না। পেস আক্রমণ হোক বা অন্য কোনও কারণ, এটা ঘটনা পাকিস্তানের বিরুদ্ধে রান পায় না সূর্যকুমার।''
আরও পড়ুন: ভারতে বিশ্বকাপ উদ্বোধনের মঞ্চে থাকছে না পাকিস্তান, কেন এই সিদ্ধান্ত নিলেন ফাতিমা সানারা জানুন...
