আজকাল ওয়েবডেস্ক:‌ মহিলা বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেবে না পাকিস্তান ক্রিকেট দল। ৩০ সেপ্টেম্বর অসমের গুয়াহাটিতে মহিলা বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান হওয়ার কথা। পাকিস্তানি সংবাদমাধ্যম ‘‌জিও সুপার’‌ সূত্রে জানা গেছে, বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেবে না পাকিস্তান দল।


উদ্বোধনী ম্যাচে অংশ নেবে দুই আয়োজক দেশ ভারত ও শ্রীলঙ্কা। তার আগেই হবে জমকালো উদ্বোধনী অনুষ্ঠান। অনুষ্ঠানে গান গাইবেন শ্রেয়া ঘোষাল। কিন্তু জিও সুপার সূত্রে জানা গেছে, পাকিস্তান মহিলা দলের অধিনায়ক ফাতিমা সানা কিংবা দলের আর কোনও ক্রিকেটার উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেবেন না। পাক দলের কেউ উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিতে ভারত যাচ্ছে না বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে।

 

আরও পড়ুন:‌ স্বভাব বদলাল না, বিপক্ষের গায়ে থুতু ছিটিয়ে বড় শাস্তি পেলেন সুয়ারেজ 


ওই প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক কূটনৈতিক টানাপড়েনের জেরে ভারতে উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেবে না পাকিস্তান দল। পহেলগাঁও হামলা ও অপারেশন ‘‌সিঁদুর’‌ এর পর ভারত–পাকিস্তান সম্পর্ক এখন এমন তলানিতে পৌঁছেছে যে, অদূর ভবিষ্যতে দু’দেশ একে অপরের মাটিতে কোনও আইসিসি টুর্নামেন্ট খেলবে না। এ বছরের শুরুতে পাকিস্তানে আয়োজিত চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নিলেও রোহিতরা কিন্তু সে দেশে খেলতে যাননি। দুবাইয়ের নিরপেক্ষ ভেন্যুতে টিম ইন্ডিয়ার গ্রুপ স্তরের সমস্ত ম্যাচ ও নক আউট, এমনকি ফাইনালও অনুষ্ঠিত হয়। এবারও সেই নীতি প্রভাব ফেলছে। ফলত, পাকিস্তান দলের সব ম্যাচই বসবে কলম্বোর প্রেমদাসা স্টেডিয়ামে। পাকিস্তান দল যদি সেমিফাইনালে (২৯ অক্টোবর) বা ফাইনালে (২ নভেম্বর) পৌঁছয়, তা–ও সেখানেই আয়োজন করা হবে।


প্রসঙ্গত, পাকিস্তান প্রথম ম্যাচ খেলবে ২ অক্টোবর বাংলাদেশের বিরুদ্ধে। ৫ অক্টোবর হবে ভারত–পাক ম্যাচ। 

এদিকে, মহিলা বিশ্বকাপের টিকিট বিক্রি শুরু হয়ে গেছে। মাত্র ১০০ টাকাতেই মিলছে টিকিট। আইসিসির ইতিহাসে সর্বনিম্ন দাম। মেয়েদের ক্রিকেটে ফ্যানদের সংখ্যা বাড়াতে এবার গুগলের সঙ্গে গাঁটছড়া বাঁধা হয়েছে। টিকিটের এত কম দাম, আইসিসির মনোভাব স্পষ্ট করে দিচ্ছে। মেয়েদের ক্রিকেটকে আরও জনপ্রিয় করে তুলতে চাইছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। সেই কারণেই এই পদক্ষেপ। 

 

আরও পড়ুন:‌ লড়ে হার আলিয়াসিমের, ফাইনালে সিনারের সামনে আলকারাজ


আগের বিশ্বকাপগুলোতে টিকিটের মূল্য অনেক বেশি ছিল। ২০২২ নিউজিল্যান্ডে বাচ্চাদের জন্য ভারতীয় মুদ্রায় টিকিটের দাম ছিল ৩৫০ টাকা। বড়দের টিকিটের দাম ছিল ৮৫০ টাকা। এবারের দামের থেকে যা প্রায় আটগুণ বেশি। ৩০ সেপ্টেম্বর গুয়াহাটিতে মেয়েদের বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে গান গাইবেন শ্রেয়া ঘোষাল। টুর্নামেন্টের থিম সং, ‘‌ব্রিং ইট হোম’‌ গানও গাইবেন। ভারত এবং শ্রীলঙ্কা ম্যাচ দিয়ে বিশ্বকাপের ঢাকে কাঠি পড়বে। ১২ বছর পর ভারতে ফিরছে বিশ্বকাপ। আট দল এখানে অংশে নেবে। এই তালিকায় রয়েছে ভারত, শ্রীলঙ্কা, পাকিস্তান, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, বাংলাদেশ, ইংল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকা। টিকিটের দাম কমলেও, পুরস্কার মূল্য দ্বিগুণ হয়েছে। টিকিটের দাম কমিয়ে দেওয়ায় আইসিসির আশা, স্টেডিয়াম ভরে যাবে। আশা করা হচ্ছে, মেয়েদের ক্রিকেটে এক নতুন অধ্যায়ের সূচনা হবে।