আজকাল ওয়েবডেস্ক: তাঁর অবসর নিয়ে কত জল্পনা। কিন্তু খোদ বিরাট কোহলিই জানিয়ে দিয়েছেন, ২০২৭ বিশ্বকাপ তিনি খেলতে চান।
 
 বর্ডার গাভাসকার ট্রফিতে মাত্র একটি শতরান করেছিলেন। তার আগে ঘরের মাঠে কিউয়িদের বিরুদ্ধে রান পাননি। এরপর ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে ইংল্যান্ড সিরিজেও ব্যাটে রান ছিল না। কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফিতে জ্বলে উঠেছিলেন বিরাট। প্রথমে পাকিস্তান। তারপর সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। টুর্নামেন্টে করেছিলেন ২১৮ রান। আইপিএলেও ছন্দেই শুরু করেছেন বিরাট। কেকেআরের বিরুদ্ধে রান পেয়েছেন।
 
 বিরাটের বিশ্বাস, তিনি এখনও দেশের হয়ে ব্যাট হাতে অবদান রাখতে সক্ষম। সম্প্রতি তিনি এক সাক্ষাৎকারে জানিয়েছেন, ২০২৭ বিশ্বকাপ জিততে চান। বিরাটের এই কথায় বড় স্বস্তি পেয়েছেন কোহলি ভক্তরা। এক অনুষ্ঠানে বিরাট সম্প্রতি বলেছেন, ‘পরবর্তী বড় লক্ষ্য? এখনও জানি না। তবে ২০২৭ বিশ্বকাপ জেতার চেষ্টা করব।’
 
 কোহলি যখন এই কথা বলছেন, তখন অনুষ্ঠানে উপস্থিত সবাই হাততালি দিয়ে ওঠেন। 
 
 ক্রিকেটার বিরাট এখনও অবধি একটি বিশ্বকাপ, একটি টি২০ বিশ্বকাপ ও দুটো চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছেন। কিন্তু এখনও খিদেটা রয়েই গিয়েছে। তাই ২০২৭ বিশ্বকাপ জেতা যে তাঁর স্বপ্ন সেটাই জানিয়েছেন। 
 
 ২০২৩ বিশ্বকাপটা একটুর জন্য ভারতের হাতে ওঠেনি। ফাইনালে হেরে যেতে হয়। গোটা টুর্নামেন্টে অপ্রতিরোধ্য ছিল টিম ইন্ডিয়া। কিন্তু ফাইনালে সবকিছু গুলিয়ে যায়। তবে টুর্নামেন্টে কোহলি ছিলেন সর্বোচ্চ রান সংগ্রাহক। ১১ ম্যাচে করেছিলেন ৭৬৫ রান। তিনটি শতরানের পাশাপাশি করেছিলেন ছ’টি অর্ধশতরান। কিন্তু বিশ্বকাপটাই যে জেতা হয়নি। আরও অন্তত তাই একবার বিরাট চেষ্টা করবেন ৫০ ওভারের বিশ্বকাপটা জেতার। 
