আজকাল ওয়েবডেস্ক: ৪৮ ঘণ্টা আগে টেস্ট থেকে অবসর নিয়ে গোটা ক্রিকেট বিশ্বকে চমকে দিয়েছেন। সবাই অবাক হলেও, তাঁর ঘনিষ্ঠরা জানতেন, অনেক আগেই এই বিষয়ে সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন সাইকেল শুরু হতে চলেছে। বিরাট জানতেন তার আগে কিছু বদল দরকার। রিপোর্ট অনুযায়ী, কোহলি একটা নতুন চ্যালেঞ্জ চেয়েছিলেন। নেতৃত্বে ফিরতে চেয়েছিলেন। এই জায়গা থেকে দলকে আবার তুলে ধরতে চান। তবে বিসিসিআই তাঁর সঙ্গে একমত ছিল না। একটি সর্বভারতীয় ক্রিকেট ওয়েবসাইটের খবর অনুযায়ী, নেতৃত্বের ভার কোনও তরুণকে দেওয়া হবে জানার পর টেস্ট থেকে অবসরের সিদ্ধান্ত নেন কোহলি। আত্ম আবিষ্কারের জন্য ফের অধিনায়কত্ব করতে চেয়েছিলেন। বর্তমান ম্যানেজমেন্টের অধীনে সেই স্বাধীনতা পাচ্ছিলেন না। আগের ড্রেসিংরুমের তুলনায় এই সেটআপে পরিবেশ অনেকটাই আলাদা। 

লাল বলের ক্রিকেটে শেষ তিন বছরে তেমন সাফল্য নেই। তাই নিজের জন্যই একটি চ্যালেঞ্জ চাইছিলেন। সেটা ছাড়া টেস্ট খেলে যাওয়ার কোনও মোটিভেশন ছিল না তাঁর। একটি রিপোর্টে জানা গিয়েছে, অবসরের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে টিম ইন্ডিয়ার প্রাক্তন কোচ রবি শাস্ত্রী এবং একজন ঘনিষ্ঠ বন্ধুর সঙ্গে আলোচনা করেন। বোর্ডের প্রাক্তন সচিব জয় শাহের সঙ্গেও কথা বলেন। রাজীব শুক্লার সঙ্গে আলোচনায় বসার কথা ছিল। কিন্তু ভারত-পাকিস্তান যুদ্ধকালীন পরিস্থিতির আবহে সেই বৈঠক হয়নি। তবে বোর্ডের মুখ্য নির্বাচক অজিত আগরকরের সঙ্গে সম্প্রতি দু'বার ফোনে কথা বলেন। কিন্তু তাতেও কোহলির সিদ্ধান্ত বদলায়নি। বোর্ড ট্রানজিশন পর্ব ইংল্যান্ড সফরের পর শুরু করলে, পাঁচ ম্যাচের টেস্টের পর অবসর নিতে পারতেন রোহিত এবং বিরাট। কিন্তু বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন সাইকেল শুরু হওয়ার আগেই বিসিসিআই নতুন গেমপ্ল্যান অবলম্বন করায়, অকালেই ভারতীয় ক্রিকেটের দুই নক্ষত্র খসে গেল।