আজকাল ওয়েবডেস্ক: টেস্টে বিরাট কোহলির একটানা ব্যর্থতা নিয়ে ক্রিকেট মহলে শোরগোল পড়ে গিয়েছে। তারকা ক্রিকেটারের ফর্ম নিয়ে কাটাছেঁড়া শুরু হয়ে গিয়েছে। ক্রিকেট বিশেষজ্ঞ থেকে ভক্ত, কটাক্ষ করতে ছাড়ছেন না কেউই। এমনকী বাদ যাচ্ছে না তাঁর প্রিয় বন্ধুরাও। ভারতীয় ব্যাটারদের ব্যর্থতা নিয়ে কথা বলতে গিয়ে ঘুরিয়ে কোহলিকে কটাক্ষ করেন এবি ডি'ভিলিয়ার্স। এবার তাঁর ফর্ম নিয়ে মুখ খুললেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে তাঁর এককালীন সতীর্থ দীনেশ কার্তিক। ভারতের প্রাক্তন উইকেটকিপার ব্যাটার মনে করেন, স্পিনের বিরুদ্ধে ফর্ম ফিরে পেতে ঘরোয়া ক্রিকেটে ফিরতে হবে কোহলিকে। কার্তিক বলেন, 'বিরাট কোহলির সময়টা ভাল যাচ্ছে না। সিরিজে এখনও পর্যন্ত ভাল খেলতে পারেনি। চারের মধ্যে তিন ইনিংসে হতাশ করেছে। প্রত্যেকবার স্পিনাররা ওকে বিপদে ফেলেছে। আমার মনে হয় এই জায়গা থেকে প্রত্যাবর্তন করতে ওর যা করা উচিত, সেটা ও করবে। ও উত্তরের খোঁজে আছে। সুপারস্টারদের চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়। এটা ওর কাছে আরও একটা চ্যালেঞ্জ। ভারত স্পিন সহায়ক উইকেটে খেলতে পছন্দ করে। নিজের গেমপ্ল্যান ঠিক করতে হবে কোহলিকে।'

২০২৩ সালের মাঝামাঝি ওয়েস্ট ইন্ডিজে শেষ টেস্ট শতরান করেন বিরাট। তারপর ১২ ইনিংসে মাত্র দু'বার ৫০ রানের গণ্ডি পেরোতে পেরেছেন। নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট চার ইনিংসে মাত্র ৮৮ রান করেন। পুনেতে দু'বারই মিচেল স্যান্টনারের বলে আউট হন। স্পিনের বিরুদ্ধে তাঁর দুর্বলতা প্রকট হচ্ছে। ২০১২ সালের পর আর ঘরোয়া ক্রিকেটে খেলেননি কোহলি। তবে কার্তিক মনে করেন, স্পিনের বিরুদ্ধে ছন্দ খুঁজে পেতে ঘরোয়া ক্রিকেটেই ফিরতে হবে তাঁর এককালীন সতীর্থকে। কার্তিক বলেন, 'ও কী করতে পারে আমরা সবাই জানি। এই সিরিজটা ওর নয়। ফ্যানরা বলতে শুরু করেছে, অনেকদিন ওর ব্যাট জ্বলে উঠছে না। এটা অস্বীকার করার জায়গা নেই। গত ২-৩ বছরে স্পিনের বিরুদ্ধে বিরাটের টেস্ট রেকর্ড আহামরি নয়। ওর আপাতত ঘরোয়া ক্রিকেটে ফিরে যাওয়া উচিত। খামতি নিয়ে ভাবা উচিত। বাঁ হাতি স্পিনারদের বিরুদ্ধে ও একেবারেই খেলতে পারছে না।' এক বছরের ওপর টেস্টে রানের খরা চলছে কোহলির। এর সুরাহা নিজেকেই খুঁজে বের করতে হবে, জানালেন তারকা ক্রিকেটারের প্রাক্তন সতীর্থ।