আজকাল ওয়েবডেস্ক: ঘরোয়া ক্রিকেটে না খেলে সরাসরি টেস্ট খেলতে নেমে চূড়ান্ত ব্যর্থ বিরাট কোহলি এবং রোহিত শর্মা। নিউজিল্যান্ডের কাছে হোয়াইটওয়াশের পর দলের দুই সিনিয়র ক্রিকেটারের বিরুদ্ধে একের পর এক তোপ দাগছেন প্রাক্তনরা। বেশিরভাগের ধারণা, দলীপ‌ ট্রফিতে খেললে উপকৃত হতেন দুই তারকা ক্রিকেটার। একই মনোভাব পোষণ করেন মহম্মদ কাইফ। বিরাট, রোহিতের জন্য একটি পরামর্শ দিলেন ভারতের প্রাক্তনী। বিলাসবহুল গাড়ি, ভিআইপি ট্রিটমেন্ট ছেড়ে এবার ঘরোয়া ক্রিকেটে ফিরতে বললেন। রঞ্জি ট্রফিতে চণ্ডীগড়ের বিরুদ্ধে নামবে দিল্লি। মুম্বইয়ের প্রতিপক্ষ ওড়িশা। সপ্তাহের শেষের আগে অস্ট্রেলিয়া সফরে রওনা দেবে না ভারতীয় দল। কাইফ মনে করেন, হারানো ফর্ম ফিরে পেতে কয়েকজন ক্রিকেটারের রঞ্জিতে খেলা উচিত। এও প্রসঙ্গে কাইফ বলেন, 'ওদের ফর্মে ফেরা দরকার। ঘরোয়া ক্রিকেটে অনেকক্ষণ ব্যাট করার সুযোগ পাবে। শতরান করতে পারলে, মনোবল একলাফে দ্বিগুণ বেড়ে যাবে।' সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা একটি ভিডিওতে এমন জানান ভারতের প্রাক্তন ক্রিকেটার। 

চার বছর আগে ঋষভ পন্থের উদাহরণ টেনে আনেন। প্র্যাকটিস ম্যাচে শতরান করে অস্ট্রেলিয়া সিরিজে খেলতে নামেন ভারতের উইকেটকিপার ব্যাটার।‌ বাকিটা ইতিহাস। এই প্রসঙ্গে কাইফ বলেন, 'ঋষভ পন্থের কথাই ধরা যাক। গাব্বাতে ও দলকে জেতায়। তবে সেই সফরে একদিনের এবং টি-২০ দলের সদস্য ছিল না। শুধু টেস্ট সিরিজের জন্য গিয়েছিল। ঋদ্ধিমান সাহা খেলছিল। কিন্তু ৩৬ রানে ভারতীয় দল অলআউট হয়ে যাওয়ার পর পন্থকে দলে নেওয়া হয়। তবে সেই সফরে ও একটা প্র্যাকটিস ম্যাচ খেলেছিল, এবং শতরান করেছিল। তারপরই ওকে প্রথম একাদশে সুযোগ দেওয়া হয়। সম্পূর্ন এক ভিন্ন প্লেয়ার হিসেবে ওকে দেখা যায়।' ভারতীয় উইকেটকিপার ব্যাটারের উদাহরণ দিয়েই ভিআইপি ট্রিটমেন্ট ভুলে অস্ট্রেলিয়া যাওয়ার আগে ঘরোয়া ক্রিকেটে ফেরার আর্জি জানান বিরাট, রোহিতকে। কাইফ বলেন, 'যারা ফর্মে নেই, রান পাচ্ছে না, যথাযথ গেম টাইম পাচ্ছে না, তাঁদের ঘরোয়া ক্রিকেটে খেলা উচিত। ভুলে যাও তোমরা বড় বিলাসবহুল গাড়ি ব্যবহার কর। ভিআইপি ট্রিটমেন্টের কথা ভুলে যাও। ফর্ম ফিরে পেতে এটা করতেই হবে।' একাধিক প্রাক্তন দুই তারকা ক্রিকেটারকে ঘরোয়া ক্রিকেটে ফেরার পরামর্শ দিলেও, এই বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেয়নি ভারতের দুই তারকা ক্রিকেটার।