আজকাল ওয়েবডেস্ক: ভারতীয় দলের সাজঘরের পরিবেশ কি ঠিক নেই?
ব্যক্তিত্বের সংঘাত চলছে বিরাট-রোহিতের সঙ্গে গৌতম গম্ভীরের?
রাঁচিতে অনুষ্ঠিত প্রথম ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকাকে হারিয়েছে ভারতীয় দল।
তার পরে টিম হোটেলে কেক কাটেন ভারত অধিনায়ক লোকেশ রাহুল। কিন্তু সেই উদযাপনে উপস্থিত ছিলেন না বিরাট কোহলি। উদযাপনে উপস্থিত থাকার জন্য তাঁকে বহুবার ডাকা হয়। কিন্তু কোহলি সেই অনুরোধে সাড়া দেননি। সটান চলে যান লিফটের দিকে। অন্যদিকে গম্ভীরের সঙ্গে কথা বলতে দেখা যায় রোহিতকে।
১২০ বলে ১৩৫ রানের দুর্দান্ত ইনিংস খেলেন কোহলি। প্লেয়ার অফ দ্য ম্যাচ হন তিনি। কিন্তু উদযাপনে কোহলির অনুপস্থিতি জন্ম দিয়েছে বিতর্কের। তাহলে কি ভারতের সাজঘরে সব কিছু ঠিক নেই?
এদিকে রো-কোর সঙ্গে গম্ভীরের সম্পর্ক নিয়ে তৈরি হয়েছে জল্পনা। কেউ বলছেন ঠান্ডা লড়াই চলছে। এর মধ্যেই একটি ক্লিপ ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায় যা দেখার পরে মনে হতেই পারে কোচ গৌতম গম্ভীরকে অগ্রাহ্য করছেন কোহলি।
আবার ড্রেসিং রুমের ভিতরে গম্ভীরের সঙ্গে দীর্ঘ আলোচনায় দেখা যায় রোহিতকে। কিন্তু কী বিষয় নিয়ে আলোচনা হয়, তা জানা নেই। ভক্তদের মধ্যে তৈরি হয়েছে তীব্র কৌতূহল।
মনে করা হচ্ছে গম্ভীরের সঙ্গে রোহিত-বিরাটের মতো সিনিয়র খেলোয়াড়দের যে সম্পর্ক থাকার কথা, তা আর নেই। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডও তা নিয়ে হতাশ বলে শোনা যাচ্ছে।
'দৈনিক জাগরণ'-এর প্রতিবেদন অনুযায়ী, ''গৌতম গম্ভীরের সঙ্গে বিরাট কোহলি-রোহিত শর্মার মতো সিনিয়র ক্রিকেটারদের সম্পর্ক যেরকম থাকা উচিত, সেরকম আর নেই। দুই প্লেয়ারের ভবিষ্যৎ নিয়ে আলোচনা হতে পারে। রায়পুর বা বিশাখাপত্তনমে এই মিটিং হতে পারে।''
রায়পুরে হবে দ্বিতীয় ম্যাচ। বিশাখাপত্তনমে তৃতীয় ম্যাচটি হওয়ার কথা।
এর আগে অস্ট্রেলিয়া সিরিজে দেখা গিয়েছে কোহলি-রোহিতের সঙ্গে নির্বাচকদের সম্পর্কের অবনতি ঘটে।
