ভারত বৈচিত্রপূর্ণ দেশ। ভারতের এই জায়গাগুলোয় সাধারণত মরশুমের শুরুতে, অর্থাৎ নভেম্বর বা ডিসেম্বর মাস থেকে বরফ পড়তে শুরু করে। শীত পড়লেই পর্যটকেরা ভিড় জমান এইসব জায়গায়।
2
7
গুলমার্গ, জম্মু ও কাশ্মীর: এটি তুষারপাত দেখার জন্য এবং স্কিইং-এর জন্য খুব বিখ্যাত। মরশুমের শুরুতেই এখানে বরফের চাদর দেখা যায়।
3
7
মানালি, হিমাচল প্রদেশ: নভেম্বর মাস থেকেই মানালির কিছু উঁচু এলাকায় তুষারপাত হয়। পরে ডিসেম্বর নাগাদ শহরেও মরশুমের প্রথম তুষারপাত দেখা যায় রোটাং পাসেও প্রচুর বরফ পড়ে।
4
7
আউলি, উত্তরাখণ্ড: ভারতের 'মিনি সুইজারল্যান্ড' নামে পরিচিত এই জায়গাটিতেও নভেম্বর-ডিসেম্বর থেকে বরফ পড়তে শুরু করে। এটি স্কিইং-এর জন্যও খুব জনপ্রিয়।
5
7
সান্দাকফু, পশ্চিমবঙ্গ: পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ সান্দাকফু। এখানে সাধারণত ডিসেম্বরের শুরুতেই মরশুমের প্রথম বরফ পড়তে দেখা যায়৷
6
7
উত্তর সিকিম (যেমন লাচুং, ইয়ুমথাং, ছাঙ্গু লেক, নাথু লা-এর মতো উঁচু এলাকা): সিকিমের এই উঁচু অঞ্চলগুলিতে নভেম্বর-ডিসেম্বর থেকে তুষারপাত শুরু হয়ে যায়।
7
7
তবে তুষারপাতের সময় ও পরিমাণ আবহাওয়ার ওপর নির্ভর করে প্রতি বছর পরিবর্তিত হতে পারে।