আজকাল ওয়েবডেস্ক: নিউজিল্যান্ডের কাছে একদিনের সিরিজ হারের পর চরম সিদ্ধান্ত নিলেন শুভমন গিল। বিরতি নিচ্ছেন না ভারতের টেস্ট এবং একদিনের ক্রিকেটের অধিনায়ক। খেলবেন রঞ্জিতে। বৃহস্পতিবার থেকে রাজকোটে সৌরাষ্ট্রের বিরুদ্ধে নামবে পাঞ্জাব। সেই ম্যাচে খেলবেন গিল। নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিনটে একদিনের ম্যাচ খেলেছেন শুভমন। আসন্ন টি-২০ বিশ্বকাপে নেই তিনি। তাই সাদা বলের সিরিজ শেষ হওয়া মাত্র লাল বলের ক্রিকেটে ফিরলেন। রঞ্জিতে পাঞ্জাবের আশা জিইয়ে রাখতে চান তিনি। পাঞ্জাব দলের কাছের এক সূত্র জানায়, 'একদিনের সিরিজের পর কোনও বিরতি নিতে চান না গিল। ইন্দোর থেকে রাজকোট পৌঁছতে তাঁর আট ঘণ্টা লেগেছে। কারণ সরাসরি কোনও ফ্লাইট নেই।'
বর্তমানে গ্রুপ বি-তে ষষ্ঠস্থানে রয়েছে পাঞ্জাব। ৫ ম্যাচে ১১ পয়েন্ট। লিগের তিনটে ম্যাচ এখনও বাকি। নকআউট পর্বে যেতে তিনটে ম্যাচই জিততে হবে। টপ অর্ডারে শুভমনের উপস্থিতি বড় ভূমিকা নেবে। দীর্ঘদিন পর সৌরাষ্ট্র ম্যাচ দিয়ে লাল বলের ক্রিকেটে প্রত্যাবর্তন হবে গিলের। কলকাতায় দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শেষবার লাল বলের ক্রিকেট খেলেন গিল। দীর্ঘদিন ক্রিকেটের বাইরে ছিলেন। তাঁর প্রত্যাবর্তন নিঃসন্দেহে পাঞ্জাবের ব্যাটিংকে আরও শক্তিশালী করবে। এখনও পর্যন্ত ধারাবাহিকতার অভাব রয়েছে পাঞ্জাবের ব্যাটিংয়ে। আন্তর্জাতিক ক্রিকেটে চাপ থাকা সত্ত্বেও, সবসময় ঘরোয়া ক্রিকেটে গুরুত্বের কথা উল্লেখ করেন গিল। নিজের ফর্ম এবং ম্যাচ ফিটনেস বজায় রাখার জন্য সুযোগ পেলেই ঘরোয়া ক্রিকেটে অংশ নেন।
সদ্য শেষ হওয়া নিউজিল্যান্ড সিরিজে বিরাট কোহলি ছন্দে থাকলেও, একেবারেই রানের মধ্যে ছিলেন না রোহিত শর্মা। রবিবার হোলকার স্টেডিয়ামে ১৩ বলে ১১ রান করেন প্রাক্তন ভারত অধিনায়ক। ৩৩৮ রান তাড়া করতে নেমে শুরুতেই রোহিত ফিরে যাওয়ায় চাপে পড়ে যায় ভারত। মোট তিন ইনিংসে ৬১ রান করেন। গড় ২০.৩৩। একটি অর্ধশতরানও করতে পারেননি। সাংবাদিক সম্মেলনে রোহিতকে নিয়ে প্রশ্ন ওঠে। হিটম্যানের পাশে দাঁড়ালেন শুভমন গিল। টেস্ট এবং একদিনের ক্রিকেটের অধিনায়ক জানান, অস্ট্রেলিয়া সিরিজ থেকে দারুণ ফর্মে আছেন রোহিত। তিনি দাবি করেন, নিউজিল্যান্ড সিরিজে শুরুটা ভাল করলেও বড় রানে কনভার্ট করতে পারছেন না।
