আজকাল ওয়েবডেস্ক: রবিচন্দ্রন অশ্বিনের অবসর ঘোষণার পর সতীর্থের উদ্দেশে আবেগে মাখা বার্তা দিলেন বিরাট কোহলি। টানা ১৪ বছর একসঙ্গে খেলছেন দু'জন। একসঙ্গে বহু চড়াই-উতরাইয়ের সাক্ষী থেকেছেন। ভারতের কয়েকটা বিখ্যাত জয় যেমন একসঙ্গে উপভোগ করেছেন, তেমনই বেশ কয়েকটা জঘন্য হারের হতাশাও ভাগ করে নেন। আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায়লগ্নে ৩৮ বছরের তারকা পাশে পেয়েছেন সেই সতীর্থকে। ব্রিসবেন টেস্ট চলাকালীন টিভিতে দেখানো একটি দৃশ্য অশ্বিনের অবসরের জল্পনা উসকে দেয়। তাঁদের একে অপরকে জড়িয়ে ধরার দৃশ্য, অশ্বিনের চোখের জল মোছানোর ছবি ক্যামেরাবন্দি হয়। 

স্বাভাবিকভাবেই সতীর্থের অবসরে আবেগতাড়িত কোহলি। তার প্রমাণ সোশ্যাল মিডিয়ায় তারকা ক্রিকেটারের পোস্ট। নিজের এক্স হ্যান্ডেলে কোহলি লেখেন, 'আমি তোমার সঙ্গে ১৪ বছর খেলেছি। তুমি যখন আজকে নিজের অবসরের কথা আমাকে জানালে, আমি আবেগ চেপে রাখতে পারিনি। একসঙ্গে খেলার এতগুলো বছর ফ্ল্যাশব্যাকের মতো চোখের সামনে ভেসে ওঠে। তোমার সঙ্গে প্রতিটা মুহূর্ত উপভোগ করেছি অ্যাশ। তোমার দক্ষতা এবং ম্যাচ জেতানোর ক্ষমতা তুলনাহীন। ভারতীয় ক্রিকেটে তোমার অবদান কোনওদিন ভোলা সম্ভব নয়। তুমি ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি হিসেবেই সকলের মনে থাকবে। আগামীর জন্য শুভেচ্ছা রইল। তোমার এবং তোমার ঘনিষ্ঠদের জন্য সম্মান এবং ভালবাসা রইল। সবকিছুর জন্য ধন্যবাদ বন্ধু।'

পঞ্চম দিনের খেলা চলাকালীন বিরাট কোহলির পাশে বসে আবেগতাড়িত হয়ে পড়েন কিংবদন্তি স্পিনার। দু'জনকে বেশ কিছুক্ষণ কথা বলতে দেখা যায়। অশ্বিনকে জড়িয়ে ধরে চোখের জল মোছান কোহলি। রূঢ় বাস্তবের মুখোমুখি হয়ে বাইশ গজের সম্পর্কে ইতি টানার সন্ধিক্ষণ মোটেই সহজ ছিল না দুই বন্ধুর। অন্যদিকে, অশ্বিনের এই সিদ্ধান্তকে সম্মান জানানোর অনুরোধ করেন রোহিত শর্মা। পাশে বসে সদ্য প্রাক্তন হওয়া সতীর্থকে নিজের কঠিন সিদ্ধান্ত জানাতে মনোবল দেন। একজন অলঙ্কৃত স্পিনার হিসেবে ক্রিকেটপ্রেমীদের মনের মণিকোঠায় থেকে যাবেন রবিচন্দ্রন অশ্বিন।