আজকাল ওয়েবডেস্ক: ১১ জানুযারি থেকে শুরু হবে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজ। তারই প্রস্তুতিতে ব্যস্ত বিরাট। দিল্লির হয়ে বিজয় হাজারে ট্রফির প্রথম দুই ম্যাচও খেলবেন তিনি। আপাতত নিজেকে অনুশীলনে ডুবিয়ে রেখেছেন কিং কোহলি।
বিজয় হাজারে ট্রফির জন্য নিজেকে তৈরি রাখতে আলিবাগে নেট বোলারদের নিয়ে অনুশীলনে মগ্ন রয়েছেন বিরাট কোহলি। মুম্বইয়ের দক্ষিণে উপকূলীয় শহর এই আলিবাগ। অনুশীলন করছিলেন বিরাট। নেট বোলার হিসাবে ছিলেন ঝাড়খণ্ডের উদীয়মান পেসার ঋত্বিক পাঠক। অনুশীলনের এক ফাঁকে উঠতি পেসারের আইফোনের কভারে সই করে দেন বিরাট। এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন ঝাড়খণ্ড পেসার। ফোনের ব্যাক ক্যামেরা দিয়ে মুহূর্তটি বন্দি করেছেন কোহলি। ক্যাপশনে তিনি লেখেন, ‘ফোনটি হয়তো চিরকাল টিকে থাকবে না। কিন্তু ভিডিওটি থেকে যাবে।’ উদীয়মান ক্রিকেটারের প্রতি কোহলির এমন আচরণ সোশ্যাল মিডিয়ায় প্রশংসা কুড়িয়ে নিয়েছে।
এখানেই শেষ নয়। বিরাট কোহলিকে তিনি ট্যাগ করে লেখেন, ‘জীবনে একবার কী দু’বার এমন ঘটে। কোহলিকে তিন দিন বল করার অভিজ্ঞতা চিরস্মরণীয় হয়ে থাকবে। এমন সুযোগ পেয়ে কৃতজ্ঞ।’ আলিবাগে নেট বোলারদের সঙ্গে ছবিও তুলেছেন বিরাট কোহলিকে। এটা ঘটনা, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুরন্ত ছন্দে দেখা গিয়েছে বিরাট কোহলিকে। তিনটি ওয়ানডে’তে দু’টি সেঞ্চুরি ও একটি হাফসেঞ্চুরি করে সিরিজের সেরার পুরস্কার পেয়েছেন।
রাঁচিতে ১৩৫ করার পর রায়পুরে ১০২। বিশাখাপত্তনমে অপরাজিত ৬৫ রানের সৌজন্যে প্রোটিয়াদের বিরুদ্ধে তিনটি ওয়ানডেতে তাঁর রান ৩০২। গড় ১০০–র উপরে। তৃতীয় ওয়ানডেতে যে ছন্দে ব্যাট করছিলেন, তাতে অনেকেই মনে করছেন, টেম্বা বাভুমার দল আরেকটু বেশি রান করলে সেঞ্চুরির হ্যাটট্রিক করতেন কোহলি। চলতি বছর ১৩ ইনিংসে মোট ৬৫১ রান করেছেন। যা একই ক্যালেন্ডার বছরে সর্বাধিক রানের নজির।
১১ জানুয়ারি থেকে শুরু কিউয়িদের বিরুদ্ধে সিরিজ। দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে যথাক্রমে ১৪ এবং ১৮ জানুয়ারি। সেখানে বিজয় হাজারে ট্রফি চলবে ১৮ জানুয়ারি পর্যন্ত। সবচেয়ে বড় কথা, এই টুর্নামেন্টের গ্রুপ পর্যায়ের ম্যাচগুলি হবে ৮ জানুয়ারি পর্যন্ত। অর্থাৎ, নিউজিল্যান্ড সিরিজের আগে শেষ হয়ে যাবে গ্রুপ পর্বের খেলা। ফলে সিরিজের আগে ম্যাচ প্র্যাকটিস পেয়ে যাবেন বিরাট। তার আগে বিজয় হাজারে ট্রফিতে দিল্লির জার্সিতে খেলে নিজেকে ম্যাচ ফিট রাখতে পারবেন বলেই মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।
