আজকাল ওয়েবডেস্ক: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একদিনের সিরিজ খেলতে বর্তমানে রাঁচিতে বিরাট কোহলি। রবিবার সিরিজের প্রথম ম্যাচ। তবে এমএস ধোনির শহরে পা রাখার আগে মুম্বইয়ে একটি ইভেন্টে অংশ নেন। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বলিউডের অভিনেতা এবং কমেডিয়ান সুনীল গ্রোভার। অনুষ্ঠানের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেখানে সুনীল গ্রোভারকে মজা করতে দেখা যাচ্ছে। যা দেখে হেসে লুটোপুটি খান কোহলি। অনুষ্ঠানে কপিল দেবকে নকল করতে দেখা যায় কমেডিয়ানকে। এইসব দেখে হাসি চেপে রাখতে পারেননি বিরাট। হাসতে হাসতে তারকার পেটে খিল ধরে যায়। যা দেখে গ্রোভার কোহলিকে জিজ্ঞেস করেন, 'সব ঠিক আছে তো?' 

অনুষ্ঠানের সঞ্চালক গৌরব কাপুরও হাসি-ঠাট্টায় যোগ দেন। একটি মজার মন্তব্য করেন। গৌরব বলেন, 'ভাই দু'দিনের মধ্যে ম্যাচ খেলতে হবে। হাসাতে হাসাতে বুকের পাঁজর ভেঙে দিও না।' যা শুনে আবার হাসিতে গড়াগড়ি খায় বিরাট। রাঁচিতে নেমেই ধোনির বাড়িতে যান কোহলি। এককালীন সতীর্থদের বাড়িতে আমন্ত্রণ জানিয়েছিলেন ধোনি। ছিলেন ঋষভ পন্থও। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে জোড়া সিরিজ হারের পর, একদিনের ক্রিকেটে প্রায়শ্চিত্তের লক্ষ্যে নামবে টিম ইন্ডিয়া। দলে ফিরেছেন রোহিত শর্মা এবং বিরাট কোহলি। রবিবার থেকে শুরু সিরিজ। তার কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। ডিনারের পর কোহলিকে নিয়ে ড্রাইভে যেতে দেখা যায় ধোনিকে। এই ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে। তার ক্যাপশনে লেখা হয়েছে, 'বছরের সেরা রিইউনিয়ন।' 

কেএল রাহুলের নেতৃত্বে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিন ম্যাচের সিরিজ খেলবে ভারত। রবিবার রাঁচিতে প্রথম ম্যাচ। বাকি দুটো ম্যাচ ৩ ডিসেম্বর রায়পুর এবং ৬ ডিসেম্বর বিশাখাপত্তনামে। সাত মাস পরে মাঠে ফিরে প্রথম দুই ম্যাচে ব্যর্থ হন বিরাট কোহলি। অস্ট্রেলিয়ার মাটিতে তৃতীয় ম্যাচে সাফল্য পান। সিরিজে দারুণ ছন্দে ছিলেন রোহিত শর্মা। সিরিজ সেরা হন। একই ছন্দ প্রোটিয়াদের বিরুদ্ধেও ধরে রাখতে চাইবেন।