আজকাল ওয়েবডেস্ক: ইংল্যান্ড সফরের আগে লাল বলের ক্রিকেট থেকে অবসর নেন আধুনিক ক্রিকেটের দুই মহারথী। রোহিত শর্মার অবসর নিয়ে বিশেষ আলোচনা না হলেও, বিরাট কোহলির টেস্ট থেকে সরে যাওয়া কেউ মেনে নিতে পারেনি। যুবরাজ সিংয়ের এনজিওর একটি অনুষ্ঠানে এসে অবসর নিয়ে প্রথমবার মুখ খুললেন কোহলি। মজাদার একটি মন্তব্য করেন তারকা ক্রিকেটার। কোহলি বলেন, 'সবে দু'দিন আগে আমি নিজের দাড়ি রং করেছি। নিজের দাড়ি চারদিন অন্তর রং করতে হলে বুঝে যেতে হবে সরে যাওয়ার সময় হয়ে গিয়েছে।' লন্ডনে যুবরাজের আয়োজিত গালা ডিনারে প্রচুর প্রাক্তন এবং বর্তমান ক্রিকেটার একত্রিত হয়েছিল। গৌতম গম্ভীর সহ গোটা ভারতীয় দল অনুষ্ঠানে হাজির ছিল। এছাড়াও ছিলেন শচীন তেন্ডুলকর, ব্রায়ান লারা, ক্রিস গেইল, কেভিন পিটারসেন এবং আশিস নেহরা।
প্রায় ঘণ্টাখানেক ছিল টিম ইন্ডিয়া। কিছু মজার খেলায় অংশ নেয়। হঠাতই জায়ান্ট স্ক্রিনে ভেসে ওঠেন বিরাট কোহলি। পিটারসেনের সঙ্গে গল্প করতে দেখা যায় তাঁকে। এরপর গৌরব কাপুরের সঙ্গে হালকা মেজাজেই আলোচনায় অংশ নেন রবি শাস্ত্রী, যুবরাজ সিং, ক্রিস গেইল এবং ড্যারেন গফ। প্রথমে মঞ্চে ছিলেন না কোহলি। কিন্তু গৌরবের অনুরোধে পরে যোগ দেন। গোটা ক্রিকেট বিশ্ব তাঁকে মিস করছে শুনে মজাদার জবাব দেন কোহলি। পাশে বসে ছিলেন তাঁর প্রাক্তন কোচ রবি শাস্ত্রী। টেস্টে এই জুটি বহু সাফল্য এনে দিয়েছে। একে অপরের প্রশংসা করেন শাস্ত্রী এবং কোহলি।
প্রাক্তন কোচের সঙ্গে নিজের সুসম্পর্কের কথা তুলে ধরেন বিরাট। তাঁকে আরও ভাল টেস্ট ক্রিকেটার হতে কীভাবে সাহায্য করেছেন সেই উল্লেখ করেন। কোহলি বলেন, 'সত্যি বলতে, আমি ওর সঙ্গে কাজ না করলে, টেস্টে আমরা যা সাফল্য পেয়েছি, সেটা সম্ভব হত না। আমাদের মধ্যে যে স্বচ্ছতা ছিল, সেটা সবার মধ্যে থাকে না। যা ক্রিকেটারদের উন্নতি করতে সাহায্য করে। সবসময় আমাকে সাহায্য করেছেন। একাধিক সাংবাদিক সম্মেলনে আমার সামনে ঢাল হয়ে দাড়িয়ে নিজে বুলেট নিয়েছেন। আমার ক্রিকেট জীবনের একটা বড় অঙ্গ হওয়ার জন্য আমি সবসময় ওকে সম্মান এবং শ্রদ্ধা করি।' যুবরাজের সঙ্গেও কোহলির সম্পর্ক ভাল। ২০১১ বিশ্বকাপে তাঁর সঙ্গে প্রথম আলাপ। তারপর মাঠে এবং মাঠের বাইরে যুবির সঙ্গে অনেক সুন্দর মুহূর্ত ভাগ করে নিয়েছেন বিরাট। তাঁর সঙ্গে সম্পর্ক নিয়েও এদিন মুখ খোলেন কোহলি। জানান, কিছু সম্পর্ক সারাজীবন টিকে থাকে। এটা তারমধ্যে অন্যতম। ক্যান্সারের মতো মারণরোগ থেকে ফিরে আবার জীবনযুদ্ধ জয় করার জন্য যুবিকে কুর্নিশ জানান কোহলি।
