আজকাল ওয়েবডেস্ক: বিরাট কোহলিই বিশ্বের সেরা ক্রিকেটার। ফর্ম নির্বিশেষে তারকা ক্রিকেটারকে সেরার তকমা দিলেন ক্রিস গেইল। একটানা খারাপ ফর্ম সত্ত্বেও, তাঁকেই সেরা বেছে নিলেন দ্য ইউনিভার্স বস। রবিবার কটকে ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় একদিনের ম্যাচে মাত্র ৫ রানে আউট হন কোহলি। তবে এককালীন সতীর্থকে নিয়ে আশাবাদী গেইল। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে দীর্ঘদিন একসঙ্গে খেলেছেন দু'জন। তাই কোহলির ফর্মে ফেরা নিয়ে আশাবাদী ক্যারিবিয়ান তারকা। গেইল বলেন, 'ফর্ম নির্বিশেষে বিরাট বিশ্বের সেরা প্লেয়ার। পরিসংখ্যান সেটা বলে দেয়। প্রত্যেক ফরম্যাটে প্রচুর শতরান করেছে। ক্রিকেটারদের ব্যাড প্যাচ চলে। জানি কেরিয়ারের সায়াহ্নে এসে সেটা আসছে। তবে এটা হতেই পারে। নিজেকে গুছিয়ে নিয়ে প্রত্যাবর্তন করতে হবে।'
আন্তর্জাতিক ক্রিকেটে কোহলির বর্তমান পারফরম্যান্স খুবই খারাপ। একদিনের ক্রিকেটে প্রত্যাবর্তনও আশানরূপ হয়নি। হাঁটুর চোটের জন্য প্রথম ম্যাচে খেলতে পারেননি। দ্বিতীয় ম্যাচে আদিল রশিদের বলে মাত্র পাঁচ রানে আউট হন। সামনেই চ্যাম্পিয়ন্স ট্রফি। সেখানে কি গেইলের রেকর্ড ভাঙতে পারবেন ভারতীয় তারকা? ক্যারিবিয়ান তারকার বিশ্বাস, তাঁর রেকর্ড ভেঙে দেবেন বিরাট। গেইল বলেন, 'ওর পক্ষে আরও ২০০ রান করা সহজ। আমি জানি না ওরা কটা ম্যাচ খেলবে, তবে আমি নিশ্চিত, ওর ২০০ রানের বেশি করার ক্ষমতা আছে। ওর শতরান পাওয়ার বিষয়েও আমি আশাবাদী। তাই আমার রেকর্ড ভাঙা শুধু সময়ের অপেক্ষা।' গেইলকে টপকে একদিনের ক্রিকেটে সর্বোচ্চ ছক্কার রেকর্ড করেন রোহিত শর্মা। ভারত অধিনায়কের প্রশংসা করেন ক্যারিবিয়ান জায়ান্ট। জানান, ক্রিকেটে সবসময় একজন এন্টারটেনার দরকার। বলেন, রোহিত নতুন রাজা। ইংল্যান্ডের বিরুদ্ধে পঞ্চম টি-২০ ম্যাচে অভিষেক শর্মার শতরানেরও প্রশংসা করেন। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ওয়েস্ট ইন্ডিজ না থাকায় দুঃখ প্রকাশ করেন গেইল। পছন্দের চারজন সেমিফাইনালিস্ট বেছে নেন। সেই তালিকায় আছে ভারত, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড।
