আজকাল ওয়েবডেস্ক: দুবাইতে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির গুরুত্বপূর্ণ ম্যাচে ভারতের বিরুদ্ধে হারের পর বিরাট কোহলির প্রশংসায় পঞ্চমুখ পাক স্পিনার আবরার আহমেদ। ২০২৪ সালে জিম্বাবোয়ের বিরুদ্ধে একদিনের ক্রিকেটে অভিষেক ঘটেছিল আবরারের। ভারতের বিরুদ্ধে প্রথম ম্যাচেই সহ-অধিনায়ক শুভমান গিলের উইকেট তুলে নেন। তবে উইকেট পাওয়ার পর আবরারের সেলিব্রেশন তাঁকে রীতিমত ভাইরাল করে দেয়। অনেকের মতে, তিনি শুভমান গিলকে আউট করার পর অতিরিক্ত আগ্রাসন দেখিয়েছিলেন। তবে ম্যাচে আবরারের এমন প্রতিক্রিয়ার পরেও বিরাট কোহলি তাঁর প্রশংসা করেন। ভারত সহজেই ছ'উইকেটে ম্যাচটি জিতে নেয়।

 

পাকিস্তান চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বিদায় নেওয়ার পর আবরার ইনস্টাগ্রামে কোহলির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে লেখেন, 'আমার ছোটবেলার হিরো বিরাট কোহলির বিরুদ্ধে বোলিং করার অভিজ্ঞতা অসাধারণ। তাঁর প্রশংসার জন্য আমি। কৃতজ্ঞ। বিরাট শুধু দুর্দান্ত একজন ক্রিকেটারই নন, একজন অসাধারণ মানুষও।' টানা দু'ম্যাচ হেরে ইতিমধ্যেই পাকিস্তানের চ্যাম্পিয়ন্স ট্রফির যাত্রা শেষ হয়েছে। বাংলাদেশের বিরুদ্ধে রাওয়ালপিন্ডিতে শেষ ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। অন্যদিকে, ভারত তাদের প্রথম দু'ম্যাচেই পাকিস্তান ও বাংলাদেশকে হারিয়ে সেমিফাইনালে জায়গা নিশ্চিত করেছে। রবিবার তাঁদের ম্যাচ নিউজিল্যান্ডের বিরুদ্ধে। সেমিফাইনালে জিতে ভারত যদি ফাইনালে পৌঁছায় তবে সেটিও অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে দুবাইতে। অন্যথায়, তা পাকিস্তানে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে আইসিসি।