আজকাল ওয়েবডেস্ক: কুস্তি থেকে অবসর ঘোষণা ভিনেশ ফোগাতের। বুধবার রাতে রুপোর দাবি নিয়ে আন্তর্জাতিক ক্রীড়া আদালতের দ্বারস্থ হন ভারতের এই মহিলা কুস্তিগির। কিন্তু রায় ঘোষণার আগেই হৃদয়ভঙ্গের যন্ত্রণা নিয়ে তিনি অবসর ঘোষণা করলেন।
নিজের এক্স হ্যান্ডলে ফোগাত লিখেছেন, ‘মা কুস্তির কাছে হেরে গেলাম। ক্ষমা কোরো। তোমার স্বপ্ন, আমার সাহস সব শেষ হয়ে গিয়েছে। আর শক্তি বাকি নেই। কুস্তি, তোমাকে বিদায়। ২০০১–২০২৪। সবসময় তোমার ঋণী হয়ে থাকব। ক্ষমা করে দিও।’
মহিলাদের ৫০ কেজি ফ্রিস্টাইলে ফাইনালে উঠেছিলেন ভিনেশ। কিন্তু বুধবার সকালে আন্তর্জাতিক অলিম্পিক সংস্থা জানিয়ে দেয়, ১০০ গ্রাম ওজন বেশি হওয়ায় বাতিল করা হয়েছে ভিনেশকে। পরে জানা যায়, ওজন কমানোর জন্য মঙ্গলবার রাতে চুল কেটে ফেলেছিলেন ভিনেশ। শরীর থেকে রক্তও বার করেছিলেন। কিন্তু তাতেও ১০০ গ্রাম ওজন বেশি হয়ে যায়। শরীরে জলের ঘাটতি দেখা দেওয়ায় অসুস্থ হয়ে পড়েন তিনি। ভর্তি হন গেমস ভিলেজের ক্লিনিকে। এদিকে, ভারতীয় কুস্তি সংস্থা ভিনেশের বিষয়ে আন্তর্জাতিক অলিম্পিক সংস্থার কাছে আবেদন করেছিল। কিন্তু সেই আবেদন খারিজ হয়ে যায়। এরপর আন্তর্জাতিক ক্রীড়া আদালতে রুপোর দাবিতে মামলা করেন তিনি। বৃহস্পতিবার সেই মামলার রায় ঘোষণা হওয়ার কথা। তার আগেই কুস্তি থেকে অবসরের ঘোষণা করলেন ভিনেশ।
নিজের এক্স হ্যান্ডলে ফোগাত লিখেছেন, ‘মা কুস্তির কাছে হেরে গেলাম। ক্ষমা কোরো। তোমার স্বপ্ন, আমার সাহস সব শেষ হয়ে গিয়েছে। আর শক্তি বাকি নেই। কুস্তি, তোমাকে বিদায়। ২০০১–২০২৪। সবসময় তোমার ঋণী হয়ে থাকব। ক্ষমা করে দিও।’
মহিলাদের ৫০ কেজি ফ্রিস্টাইলে ফাইনালে উঠেছিলেন ভিনেশ। কিন্তু বুধবার সকালে আন্তর্জাতিক অলিম্পিক সংস্থা জানিয়ে দেয়, ১০০ গ্রাম ওজন বেশি হওয়ায় বাতিল করা হয়েছে ভিনেশকে। পরে জানা যায়, ওজন কমানোর জন্য মঙ্গলবার রাতে চুল কেটে ফেলেছিলেন ভিনেশ। শরীর থেকে রক্তও বার করেছিলেন। কিন্তু তাতেও ১০০ গ্রাম ওজন বেশি হয়ে যায়। শরীরে জলের ঘাটতি দেখা দেওয়ায় অসুস্থ হয়ে পড়েন তিনি। ভর্তি হন গেমস ভিলেজের ক্লিনিকে। এদিকে, ভারতীয় কুস্তি সংস্থা ভিনেশের বিষয়ে আন্তর্জাতিক অলিম্পিক সংস্থার কাছে আবেদন করেছিল। কিন্তু সেই আবেদন খারিজ হয়ে যায়। এরপর আন্তর্জাতিক ক্রীড়া আদালতে রুপোর দাবিতে মামলা করেন তিনি। বৃহস্পতিবার সেই মামলার রায় ঘোষণা হওয়ার কথা। তার আগেই কুস্তি থেকে অবসরের ঘোষণা করলেন ভিনেশ।
